ফুটসল লিগ খেলতে ভারতে আসছেন পল স্কোলস

ফুটসল লিগ খেলতে আগামী মাসে ভারতে আসছেন ইংল্যান্ডের বিখ্যাত স্ট্রাইকার পল স্কোলস। গোয়ায় অনুষ্ঠিত এই লিগে খেলতে দেখা যাবে ১১ বার প্রিমিয়ার লিগ এবং ২ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্কোলসকে।

Advertisement
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ২০:২০
Share:

ফুটসল লিগ খেলতে আগামী মাসে ভারতে আসছেন ইংল্যান্ডের বিখ্যাত স্ট্রাইকার পল স্কোলস। গোয়ায় অনুষ্ঠিত এই লিগে খেলতে দেখা যাবে ১১ বার প্রিমিয়ার লিগ এবং ২ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্কোলসকে।

Advertisement

২১টি দেশের ফুটবলারদের নিয়ে জুলাইয়ের ১৫ থেকে ২৪ তারিখ গোয়ায় বসবে ফুটসলের আসর। লিগে খেলতে আসার বিষয়ে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন রাদামেল ফালকাও। ফালকাওকে ফুটসলের পেলে বলা হয়। আসছেন পর্তুগালের বিখ্যাত মিডফিল্ডার ডেকো। লিগের সঙ্গে চুক্তি হওয়ার পর স্কোলস বলেন, “সারা বিশ্বে ফুটসলের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এমন অনেক ফুটবলার আছেন, যাঁরা নিজেদের টেকনিকের উন্নতি করতে এই ফর্ম্যাটে খেলেছেন। ভারতের মতো ফুটবল পাগল দেশে খেলার জন্য় মুখিয়ে আছি।

লিগের সভাপতি লুই ফিগো নিজেও খেলবেন এখানে। লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট কোহালি।

Advertisement

আরও পড়ুন:
অদ্ভুত কারণে লালকার্ড দেখেছেন যে ফুটবলাররা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement