অলিম্পিকগামী অ্যাথলিটদের আগে করোনা টিকা দেওয়ার সুপারিশ। ফাইল ছবি
ভারতে করোনার টিকা এলে অলিম্পিক্সে অংশ নেওয়া অ্যাথলিট, কোচ ও সাপোর্ট স্টাফদের অগ্রাধিকার দেওয়া উচিত। ‘২০২১ অলিম্পিক্সের প্রস্তুতি’ বিষয়ক পার্লামেন্টারি কমিটি তার রিপোর্টে এই সুপারিশ করেছে।
বিনয় পি সহস্রবুদ্ধের নেতৃত্বে এই কমিটি রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুকে বৃহস্পতিবার রিপোর্ট জমা দেন। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত। কমিটি মনে করছে, ওই প্রতিযোগিতগুলোই অ্যাথলিটদের চাপের মুখে ভাল খেলার জন্য তৈরি করে দেয়। আর অলিম্পিক্স মানেই তাই।
রিপোর্টে লেখা হয়েছে, ‘‘ভারতের আরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতা হওয়া উচিত। এর ফলে অ্যাথলিটরা খুব বেশি যাতায়াত না করেও পয়েন্ট অর্জন করতে পারবে এবং র্যাঙ্কিংয়ে ওপরের দিকে উঠতে পারবে। তাছাড়া অ্যাথলিটদের বিদেশে পাঠানোর যে খরচ, সেই টাকায় আরও বেশি অ্যাথলিটদের তৈরি করা যাবে। এই কারণেই ফ্রান্স, জার্মানির মতো দেশ অলিম্পিক্সে এত পদক পায়।’’
আরও খবর: দাবার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আনন্দ, টেস্টের মতো হাল না হয়
আরও খবর: ৫ মাসের অন্তঃসত্ত্বা অঙ্কিতা চমকে দিলেন টিসিএস দৌড়ে নেমে
বিভিন্ন খেলায় কোচেদের শূন্যপদ পূরণের দিকেও জোর দিয়েছে এই কমিটি। তাদের সুপারিশ, ‘‘৫৬১টি কোচের পদ ফাঁকা রয়েছে। এটা মেনে নেওয়া যায় না। দ্রুত এইসব জায়গায় কোচ নিয়োগ করতে হবে। না হলে অলিম্পিক্সের প্রস্তুতিতে সমস্যা হবে।’’