Krunal Pandya

নেটে পাণ্ড্য ভাইদের জোর লড়াই, হার্দিকের শট থেকে কোনওরকমে বাঁচলেন ক্রুনাল

আইপিএল-এর আগে থেকেই মহেন্দ্র সিংহ ধোনির হেলিকপ্টার শট মারা অনুশীলন করছেন হার্দিক। আইপিএল-এও হার্দিককে হেলিকপ্টার শট মারতে দেখা গিয়েছে। নেটে ক্রনালের বলেও মারমুখী শট খেলতে দেখা গিয়েছে হার্দিককে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৩
Share:

হার্দিক ও ক্রুনাল। দু’ ভাই তৈরি হচ্ছেন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য। ছবি: ক্রুনাল পাণ্ড্যর ফেসবুক পেজ থেকে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পাণ্ড্য-ভাইরা। চলতি মাসের ১৫ তারিখ ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি টোয়েন্টি ম্যাচ। তার আগে হার্দিক ও ক্রুনাল পাণ্ড্য প্র্যাকটিসে ব্যস্ত। নেটে দু’ভাইয়ের লড়াই জমে উঠেছিল। হার্দিক একটি ভিডিয়ো পোস্ট করেছেন টুইটারে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ক্রুনাল পাণ্ড্যর বল এগিয়ে এসে উড়িয়ে দিচ্ছেন হার্দিক। তাঁর মারা জোরালো শট ক্রুনালের মাথার পাশ দিয়ে বেরিয়ে যায়। ভাইয়ের মারা শটে আহত হতেই পারতেন দাদা ক্রুনাল।

Advertisement

আইপিএল-এর আগে থেকেই মহেন্দ্র সিংহ ধোনির হেলিকপ্টার শট মারা অনুশীলন করছেন হার্দিক। আইপিএল-এও হার্দিককে হেলিকপ্টার শট মারতে দেখা গিয়েছে। নেটে ক্রনালের বলেও মারমুখী হেলিকপ্টার শট খেলতে দেখা গিয়েছে হার্দিককে। টুইটে হার্দিক লিখেছেন, ‘ট্রেনিংয়ে পাণ্ড্য বনাম পাণ্ড্য। আমার মনে হয় এই রাউন্ডটা আমিই জিতেছি।’

হার্দিক পাণ্ড্যর এই টুইটের জবাব দিয়েছেন ক্রনাল। তিনিও একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘ভাই, এই ভিডিয়োটা তুমি পোস্ট করলে না কেন?’ ক্রুনালের পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁর বল এতটাই ঘুরেছে যে হার্দিক তার নাগালই পাননি।

Advertisement

দক্ষিণ আফ্রিকা সিরিজে পাণ্ড্য ভাইদের দিকে নজর থাকবে ক্রিকেটভক্তদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement