সরফরাজ আহমেদ। ছবি- গেটি ইমেজেস।
ধোনিকে সামনে রেখেই তাঁর গ্লাভস হাতে নামা উইকেটের পেছনে। তাঁর মতোই হতে চান ফিনিশার। রবিবার জানিয়ে দিলেন, পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। পাকিস্তানের এক বিরাট কোহলি ফ্যানকে ভারতের পতাকা উড়িয়ে জেলে যেতে হয়েছিল। কিন্তু সেই দেশেরই উইকেটকিপার কলকাতায় দাঁড়িয়ে জানিয়ে দিলেন ধোনিই তাঁর অনুপ্রেরণা। তিনি বলেন, ‘‘ধোনিই আমার প্রেরণা। ও উইকেট কিপিং এবং ব্যাটিং দুটোই করে। ও অসাধারণ কিপার। ধোনিকে সামনে রেখেই আমি এগিয়েছি। ও যেভাবে ইনিংস শেষ করে আমিও সেভাবেই পাকিস্তানের জন্য খেলতে চাই।’’ এই মুহূর্তে দলের ব্যাটিংকে ধোনির মতো ভরসা দেওয়ার জায়গায় পৌঁছননি সরফরাজ। কিন্তু সেই জায়গাটা তৈরি করতে চান তিনি। বলেন, ‘‘আমার বিশ্বাস দলের প্রয়োজন অনুযায়ী যে কোনও জায়গায় আমি ব্যাট করতে পারব।’’
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি বাংলাদেশ। ভারতের টি২০ বিশ্বকাপ খেলতে আসা নিয়েও চলছিল নানা টালবাহানা। এবার সামনে সেই ভারত। কলকাতার মাঠে। সরফরাজ বলেন, ‘‘বাংলাদেশের অবস্থা খুব কঠিন ছিল। সব দলের জন্যই প্রথম ছ’ওভার ছিল কঠিন। কিন্তু এখন আমরা নিজেদের ভুলগুলো শুধরে নিয়েছি। আশা এখানে আমরা ভাল খেলব। এটা একটা বড় ম্যাচ। দুই দলই চাপে থাকবে। এখানে দারুণ পরিবেশ। এছাড়াও আমরা কখনও বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জিতিনি। এখানে আমরা সেই ইতিহাসই বদলানোরই চেষ্টা করব।’’ অতীতেও ভারত-পাকিস্তান ম্যাচ খেলেছেন। নিজের আইডলের বিরুদ্ধে খেলাটাও যে উপভোগ্য। তবে সরফরাজকে অনুপ্রাণিত করছে, এই ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা। আর সেই সমর্থকদের সামনে নিজের সেরাটা দিয়ে জিততে চান সরফরাজ।
আরও খবর
পাকিস্তানের থেকে বেশি ভালবাসা পাই ভারতে: আফ্রিদি