পাক হাইকমিশনার আব্দুল বশিত। ছবি: সুদীপ ঘোষ।
শহরে পা রাখলেন পাক হাইকমিশনার আব্দুল বশিত। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। পাক হাই কমিশনার বলেন, “কলকাতায় আসতে পেরে খুব খুশি। আগামিকাল ভারত-পাক ম্যাচের দিকে তাকিয়ে আছি।” নিরাপত্তা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে বলেন, “এখনও পর্যন্ত সব ঠিক চলছে।” তবে তিনি এটা জানাতেও ভোলেননি যে তাঁর সহকর্মীরা খেলা দেখতে আসতে চেয়েছিলেন কিন্তু পারেননি। কেন পারেননি তা নিয়ে অবশ্য বশিত কিছু বলেননি। তিনি আরও জানান, এই শহরে ফের আসবেন তিনি দু’দেশের মধ্যে ফাইনাল ম্যাচ দেখতে।
এ দেশে পাকিস্তানের খেলতে আসা নিয়ে অনেক দিন ধরেই টানাপড়েন চলছিল নিরাপত্তার প্রশ্ন নিয়ে। সে কারণে ধর্মশালা থেকে ম্যাচ সরানো হয়। ঠিক হয় ইডেনে ম্যাচ হবে ভারত-পাকিস্তানের মধ্যে। কিন্তু এ ক্ষেত্রেও নিরাপত্তার প্রশ্ন ওঠে। পাকিস্তানের তরফ থেকে জানানো হয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকার কোনও আশ্বাস না দিলে পাক দল শহরে আসবে না। ইডেনে পাতিস্তান আসবে কি না, তা নিয়ে নাটকের কমতি ছিল না। অবশেষে গ্রিন সিগন্যাল পেয়ে ১৯ তারিখ ম্যাচের দিন ঠিক হয়। এই হাই-ভোল্টেজ ম্যাচ দেখতেই এ দিন শহরে হাজির হয়েছেন পাক হাই কমিশনার আব্দুল বশিত।
আরও পড়ুন...