মনু ভাকের। —ফাইল চিত্র।
প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকেরকে দেখা যাবে না জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে। অনুশীলনের মধ্যে থাকলেও আগামী মাসের প্রতিযোগিতাতেও তিনি অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন মনুর কোচ যশপাল রানা। অলিম্পিক্সের পর কোনও প্রতিযোগিতায় দেখা যায়নি তাঁকে।
যশপালের সঙ্গে জার্মানি গিয়েছেন মনু। সেখানে অনুশীলন করছেন তিনি। তার থেকেও গুরুত্বপূর্ণ হল পিস্তল শুটার তাঁর গ্রিপ পরিবর্তন করছেন। নতুন গ্রিপের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন। তাই এখন কোনও প্রতিযোগিতায় না নামার সিদ্ধান্ত নিয়েছেন দেশের অন্যতম সেরা শুটার।
যশপাল বলেছেন, ‘‘মনু জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে নামবে না। প্রতিযোগিতায় নামার মতো যথেষ্ট প্রস্তুতি ওর নেই। আমরা গ্রিপ নিয়ে কাজ করছি। অনেক আগে থেকে আমাদের সূচি চূড়ান্ত ছিল। বেশ কিছু বিষয় পরিবর্তন করার চেষ্টা করছি আমরা। এখনই এ সব নিয়ে খুব বেশি বলতে চাই না। সব কিছু হয়ে যাওয়ার পর এ ব্যাপারে কথা বলা যেতে পারে। আশা করি, পরিবর্তনগুলি আগামী দিনে কাজে আসবে।’’
যশপাল আরও বলেছেন, ‘‘আমরা আগেই অনুশীলন শুরু করেছি। সুইৎজারল্যান্ডের লুগানোকে অনুশীলনের জন্য ঠিক করেছি আমরা। একটি সংস্থা সব ব্যবস্থা করে দিয়েছে। ভারত থেকে আরও কয়েক জন জুনিয়র স্তরের শুটার আসবে। ওরাও আমাদের সঙ্গে অনুশীলন করবে।’’
মনুর ইভেন্ট ১০ মিটার এবং ২৫ মিটার। সুইৎজারল্যান্ডের একটি সংস্থা তাঁর ১০ মিটারের গ্রিপ পরিবর্তন করবে। আপাতত কোচের সঙ্গে জার্মানিতে রয়েছেন মনু। সেখানে ২৫ মিটার ইভেন্টের গ্রিপ পরিবর্তনের কাজ চলছে। মনুর জন্য আলাদা করে পিস্তলও তৈরি করে দিচ্ছে একটি সংস্থা।
গত অলিম্পিক্সের পর কোনও প্রতিযোগিতায় নামেননি মনু। তা নিয়ে ভারতীয় শুটিং মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। অলিম্পিক্স থেকে কেন দীর্ঘ বিশ্রামে ছিলেন, তা নিয়ে কিছু জানাননি মনু নিজেও। এ ব্যাপারে যশপালের সোজাসাপ্টা উত্তর, ‘‘কে কী বলল, তাতে কিছু যায় আসে না। আমাদের কাছে এগুলো গুরুত্বপূর্ণ নয়। আমরা কাউকে উত্তর দিতে বাধ্য নই।’’ প্রস্তুতি পর্ব শেষ না হওয়া পর্যন্ত মনু প্রতিযোগিতায় নামবেন না বলে জানিয়েছেন তাঁর কোচ।
গত প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু। সরবজ্যোৎ সিংহের সঙ্গে জুটি বেঁধে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ পেয়েছিলেন। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিক্সে একাধিক পদক জয়ের নজির গড়েছিলেন মনু।