নীরজ চোপড়া। —ফাইল চিত্র।
নীরজের থ্রো বাতিল। তাঁর চতুর্থ থ্রো-টি বাতিল হয়ে গেল। বেশি দূরে ছুড়তে পারেননি বলে নিজেই লাইনে পা রেখে থ্রো-টি বাতিল করলেন। নীরজের পঞ্চম থ্রো-টিও বাতিল।
প্রথম তিনটি থ্রোয়ের পর চার জন বাদ গিয়েছেন। সেরা আট জন লড়ছেন। নীরজ রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি দ্বিতীয় রাউন্ডে এখনও জ্যাভলিন ছোড়েননি।
নীরজের তৃতীয় থ্রো-টি বাতিল। তিনি লাইনের বাইরে পা রাখলেন।
নিজের তৃতীয় থ্রোয়ে ৮৮.৫০ মিটার ছুড়লেন ইয়াকুব। তিনি তৃতীয় স্থানে উঠে এলেন।
প্রথম থ্রো বাতিল হলেও দ্বিতীয় থ্রোয়ে ম্যাচে ফিরলেন নীরজ। ছুড়লেন ৮৯.৪৫ মিটার। এটাই এই মরসুমে তাঁর সেরা থ্রো।
পাকিস্তানের আরশাদ অলিম্পিক্স রেকর্ড গড়ে ফেললেন। তিনি নিজের দ্বিতীয় থ্রোয়ে ৯২.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন। সোনা জয়ের লক্ষ্যে এগিয়ে গেলেন আরশাদ।
জ্যাভলিনের ফাইনালে ১২ জন রয়েছেন। তাঁরা সকলে তিন বার করে জ্যাভলিন ছুড়বেন। সেই তিনটি থ্রোয়ের পর যে আট জন সবচেয়ে বেশি দূরে ছুড়বেন তাঁরা আরও তিন বার সুযোগ পাবেন জ্যাভলিন ছোড়ার। সেখান থেকে বেছে নেওয়া হবে সেরাকে।
নীরজের প্রথম থ্রোটি বাতিল হয়ে গেল। তাঁর পা লাইনের বাইরে চলে যায়। সেই কারণে থ্রো-টি বাতিল করে দেওয়া হয়েছে।
ত্রিনিদাদ এবং টোবাগোর কেশরন ওয়ালকট ৮৬.১৬ মিটার দূরে জ্যাভলিনে ছুড়লেন। এই মুহূর্তে তিনিই শীর্ষে। নীরজ এখনও ছোড়েননি। পাকিস্তানের আরশাদ নাদিম এবং জার্মানির জুলিয়ান ওয়েবারের প্রথম থ্রো-টি বাতিল হয়েছে।
চেকিয়ার ইয়াকুব প্রথম সুযোগে ৮০.১৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন। দ্বিতীয় স্থানে ছুড়তে এলেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তিনি ছুড়লেন ৮৪.৭০ মিটার।
নীরজ আট নম্বরে ছুড়বেন। শুরুতে রয়েছেন চেকিয়ার ইয়াকুব ভাদলেচ।