Paris Olympics 2024

প্যারিসে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে, পদক পেলেন কোন পথে?

চলছে অলিম্পিক্সের জ্যাভলিনের ফাইনাল। লড়ছেন নীরজ চোপড়া। মঙ্গলবার এক থ্রোয়ে যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। বৃহস্পতিবার নেমেছেন পদক জয়ের লক্ষ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ২৩:৫১
Share:

নীরজ চোপড়া। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ০০:৫১ key status

নীরজের আরও একটি থ্রো বাতিল

নীরজের থ্রো বাতিল। তাঁর চতুর্থ থ্রো-টি বাতিল হয়ে গেল। বেশি দূরে ছুড়তে পারেননি বলে নিজেই লাইনে পা রেখে থ্রো-টি বাতিল করলেন। নীরজের পঞ্চম থ্রো-টিও বাতিল।

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ০০:৪৯ key status

শুরু হয়েছে শেষ আট জনের লড়াই

প্রথম তিনটি থ্রোয়ের পর চার জন বাদ গিয়েছেন। সেরা আট জন লড়ছেন। নীরজ রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি দ্বিতীয় রাউন্ডে এখনও জ্যাভলিন ছোড়েননি।

Advertisement
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ০০:৩৩ key status

নীরজের তৃতীয় থ্রো

নীরজের তৃতীয় থ্রো-টি বাতিল। তিনি লাইনের বাইরে পা রাখলেন। 

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ০০:২৭ key status

তৃতীয় স্থানে ইয়াকুব

নিজের তৃতীয় থ্রোয়ে ৮৮.৫০ মিটার ছুড়লেন ইয়াকুব। তিনি তৃতীয় স্থানে উঠে এলেন।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ০০:২৩ key status

দ্বিতীয় স্থানে নীরজ

প্রথম থ্রো বাতিল হলেও দ্বিতীয় থ্রোয়ে ম্যাচে ফিরলেন নীরজ। ছুড়লেন ৮৯.৪৫ মিটার। এটাই এই মরসুমে তাঁর সেরা থ্রো।

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ০০:১৭ key status

শীর্ষে আরশাদ

পাকিস্তানের আরশাদ অলিম্পিক্স রেকর্ড গড়ে ফেললেন। তিনি নিজের দ্বিতীয় থ্রোয়ে ৯২.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন। সোনা জয়ের লক্ষ্যে এগিয়ে গেলেন আরশাদ।

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ০০:১২ key status

ফাইনালের নিয়ম

জ্যাভলিনের ফাইনালে ১২ জন রয়েছেন। তাঁরা সকলে তিন বার করে জ্যাভলিন ছুড়বেন। সেই তিনটি থ্রোয়ের পর যে আট জন সবচেয়ে বেশি দূরে ছুড়বেন তাঁরা আরও তিন বার সুযোগ পাবেন জ্যাভলিন ছোড়ার। সেখান থেকে বেছে নেওয়া হবে সেরাকে।

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ০০:০৬ key status

ছুড়লেন নীরজ

নীরজের প্রথম থ্রোটি বাতিল হয়ে গেল। তাঁর পা লাইনের বাইরে চলে যায়। সেই কারণে থ্রো-টি বাতিল করে দেওয়া হয়েছে।

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ০০:০২ key status

শীর্ষে ওয়ালকট

ত্রিনিদাদ এবং টোবাগোর কেশরন ওয়ালকট ৮৬.১৬ মিটার দূরে জ্যাভলিনে ছুড়লেন। এই মুহূর্তে তিনিই শীর্ষে। নীরজ এখনও ছোড়েননি। পাকিস্তানের আরশাদ নাদিম এবং জার্মানির জুলিয়ান ওয়েবারের প্রথম থ্রো-টি বাতিল হয়েছে।

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ২৩:৫৯ key status

ছুড়লেন ইয়াকুব এবং অ্যান্ডারসন

চেকিয়ার ইয়াকুব প্রথম সুযোগে ৮০.১৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন। দ্বিতীয় স্থানে ছুড়তে এলেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তিনি ছুড়লেন ৮৪.৭০ মিটার।

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ২৩:৫৭ key status

নীরজ রয়েছেন আট নম্বরে

নীরজ আট নম্বরে ছুড়বেন। শুরুতে রয়েছেন চেকিয়ার ইয়াকুব ভাদলেচ।

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ২৩:৫১ key status

শুরু হচ্ছে নীরজের ফাইনাল

প্যারিস অলিম্পিক্সে শুরু হচ্ছে ছেলেদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল। ভারতের নীরজ চোপড়া নামবেন সেই ইভেন্টে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement