Sports News

বাংলার রঞ্জি নিয়ে আচমকা লেগে গেল বোর্ড বৈঠকে

নয়াদিল্লিতে বোর্ডের বিশেষ সাধারণ সভায় যে আচমকা বাংলা রঞ্জি ঢুকে পড়বে, কে জানত। শুধু ঢুকে পড়ল নয়, মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট শরদ পওয়ারের সঙ্গে রীতিমতো লেগেও গেল দুই সিএবি কর্তার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ০৪:০৩
Share:

নয়াদিল্লিতে বোর্ডের বিশেষ সাধারণ সভায় যে আচমকা বাংলা রঞ্জি ঢুকে পড়বে, কে জানত। শুধু ঢুকে পড়ল নয়, মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট শরদ পওয়ারের সঙ্গে রীতিমতো লেগেও গেল দুই সিএবি কর্তার।

Advertisement

এ দিন বোর্ড বৈঠকে আচমকাই বাংলা বনাম গুজরাত ম্যাচ নতুন করে খেলানো নিয়ে প্রশ্ন তোলেন পওয়ার। দিনকয়েক আগে মুম্বই ক্রিকেট সংস্থা থেকে চিঠি দিয়ে বোর্ডকে জানানো হয়, বাংলা বনাম গুজরাত ম্যাচ রিশিডিউল করা যাবে না। প্রসঙ্গত, নয়াদিল্লিতে তীব্র ধোঁয়াশার কারণে দু’দিন যেতে না যেতে এক বলও খেলা না হয়ে বন্ধ করে দিতে হয়েছিল বাংলা বনাম গুজরাত রঞ্জি ম্যাচ। পরে বোর্ড ঘোষণা করে যে, সেই ম্যাচ হবে আগামী ১৫ ডিসেম্বর।

যা নিয়ে এ দিন নতুন করে প্রশ্ন তুলে দেন এমসিএ প্রেসিডেন্ট। বলতে থাকেন, এটা কেন হবে? দু’টো টিমকে এক-এক পয়েন্ট করে দিয়ে দেওয়া উচিত। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সচিব কাশী বিশ্বনাথনের সমর্থনও পেয়ে যান পওয়ার। সিএবি-র দুই যুগ্ম সচিব সুবীর গঙ্গোপাধ্যায় এবং অভিষেক ডালমিয়া (যিনি সভায় এনসিসির প্রতিনিধিত্ব করেন) যার তীব্র প্রতিবাদ করেন। ঝাঁঝালো ভাবে বলা হয়, বাংলা-গুজরাত ম্যাচ রিশিডিউল করার সিদ্ধান্তটা বোর্ডের ছিল। আম্পায়ার, ম্যাচ রেফারিদের সঙ্গে কথা বলে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। বাংলা টিম কেন তার জন্য ভুগবে? পওয়ারদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, এটা কোনও ভাবেই মানা যাবে না। শোনা গেল, এর পর ব্যাপারটা আর এগোয়নি। এটা নিয়ে যা হবে, পরে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement