Novak Djokovic

Novak Djokovic: স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী বললেন জোকোভিচ

উইম্বলডনের প্রস্তুতিতে এখন ব্যস্ত জোকোভিচ। ব্যস্ততার মাঝেও ভোলেননি স্ত্রীর জন্মদিন। জেলেনাকে আবেগঘন বার্তা দিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ২০:১২
Share:

স্ত্রী জেলেনার সঙ্গে জোকোভিচ। ছবি: টুইটার

টেনিসের জন্য সারা বছর নানা দেশে ঘুরতে হয় নোভাক জোকোভিচকে। ব্যস্ত সূচির মধ্যে পরিবারকে সময় দিতে পারেন কম। তাই বলে স্ত্রীর জন্মদিন ভোলেননি সার্বিয়ার টেনিস খেলোয়াড়। শনিবার নেটমাধ্যমে স্ত্রীকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা।

Advertisement

স্ত্রী জেলেনাকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের একাধিক আবেগঘন ছবি পোস্ট করেছেন জোকোভিচ। ২০০৫ সালে পরিচয়ের পর থেকেই প্রেম। ২০১৩ সালে বাগদান পর্বের পর ২০১৪ সালের ১০ জুলাই বান্ধবী জেলেনাকে বিয়ে করেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়। স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে জোকোভিচ লিখেছেন, ‘আমাদের পরিবারের হৃদয়কে শুভ জন্মদিনের শুভেচ্ছা। আমরা তোমাকে খুব ভালবাসি।’

জোকোভিচ খেললে মাঝে মধ্যে গ্যালারিতে জেলেনাকে দেখা যায়। সব সময় অবশ্য স্বামীর সঙ্গে সফর করতে পারেন না। আপাতত উইম্বলডনের প্রস্তুতিতে ব্যস্ত জোকোভিচ। তার মাঝেই স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

টেনিস কোর্টে জোকোভিচের সময়টা চলতি মরসুমে খুব একটা ভাল যাচ্ছে না। করোনা টিকা না নেওয়ায় খেলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেন। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরেছেন রাফায়েল নাদালের কাছে। ইউএস ওপেন খেলাও অনিশ্চিত। গত সপ্তাহেই বিশ্ব ক্রমতালিকার প্রথম দুইয়ের বাইরে চলে গিয়েছেন তিনি। উইম্বলডন খেললেও পয়েন্ট পাওয়ার সুযোগ নেই ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement