Novak Djokovic

সিনার কাণ্ডে শেষ পর্যন্ত মুখ খুললেন জোকোভিচ

কয়েক দিন আগে ইটালির তারকা যিনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন, নির্বাসনের শাস্তি মেনে নেন। এর পরেই শুরু হয় বিতর্ক।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৭
Share:
নোভাক জোকোভিচ।

নোভাক জোকোভিচ। — ফাইল চিত্র।

ইয়ানিক সিনারের ডোপিং কাণ্ডে তিন মাসের নির্বাসন নিয়ে কম বিতর্ক চলছে না। গত বছর দু’বার তিনি ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। কয়েক দিন আগে ইটালির তারকা যিনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন, নির্বাসনের শাস্তি মেনে নেন। এর পরেই শুরু হয় বিতর্ক। বিশ্বের একাধিক নামী তারকা ক্ষোভ উগরে দেন এই ঘটনায়। তাঁদের মনে হয়, সিনারকে গুরু পাপে লঘু দণ্ড দেওয়া হয়েছে।

এ বার ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ বললেন, ‘‘টেনিসের ভাবমূর্তি নষ্ট হয়েছে এই ঘটনায়। আমার সঙ্গে অনেক খেলোয়াড়েরই কথা হয়েছে। শুধু গত কয়েক দিন ধরে নয়, কয়েক মাস ধরে। সিনারের ব্যাপারটা যে ভাবে সামলানো হয়েছে তাতে একেবারেই খুশি নয় তারা।’’ তিনি আরও বলেছেন, ‘‘বেশির ভাগ খেলোয়াড়ই মনে করে এই ঘটনায় পক্ষপাতিত্ব করা হয়েছে। যেন নামী কোনও খেলোয়াড় হলেও ফলাফলের উপরে প্রভাব ফেলা যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন