বাটলারকে সেই বিতর্কিত আউট অশ্বিনের।
গত বছর আইপিএলে নন স্ট্রাইকার জস বাটলারকে ‘মাঁকড়ীয় আউট’ করে বিতর্কের ঝড় তুলে দিয়েছিলেন আর অশ্বিন। কিংস ইলেভেন পঞ্জাব বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে যে ঘটনা ঘটেছিল। নন স্ট্রাইকার বাটলার বল ডেলিভারি হওয়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। যে সুযোগে রাজস্থানের বাটলারকে রান আউট করে দেন বোলার অশ্বিন। এই নিয়ে তুমুল বিতর্ক হয়।
যে ঘটনার পরে অশ্বিন বুঝিয়ে দেন, তিনি আদৌ অনুতপ্ত নন। ভারতীয় অফস্পিনার বরং এমনও ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়োজনে এই রকম ‘মাকড়ীয় আউট’ তিনি আরও করবেন। কিন্তু এ বারে সেটা সম্ভব নাও হতে পারে। অশ্বিন এ বার খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আর দিল্লির কোচ রিকি পন্টিং বুধবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি চান না তাঁর দলের কোনও বোলার বিপক্ষ ব্যাটসম্যানকে ‘মাকড়ীয়’ আউট করুক।
একটি পডকাস্টে পন্টিং বলেছেন, ‘‘আমি প্রথম গিয়েই অশ্বিনের সঙ্গে এ ব্যাপারটা নিয়ে বসব। বেশ কড়া করেই বোঝাতে হবে। অশ্বিন হয়তো বলবে, ও নিয়মের মধ্যে থেকেই কাজটা করেছিল।’’ ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ার বিল ব্রাউনকে ভারতের বিনু মাঁকড় প্রথম এই ভাবে রান আউট করেন। যার পরে কোনও বোলার নন-স্ট্রাইকার ব্যাটসম্যানকে আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে রান আউট করলে তাকে ‘মাঁকড়ীয় আউট’ বলা হয়।