Neymar

চ্যাম্পিয়ন্স লিগে ফিরছেন নেমার, চনমনে সালাহরা

বরুসিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে স্বস্তি ফিরল পিএসজি শিবিরে। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দলে ফিরলেন নেমার দা সিলভা স্যান্তোস (জুনিয়র)।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৩
Share:

স্বস্তি: চার ম্যাচ পরে পাঁজরের চোট সারিয়ে দলে ফিরছেন নেমার। টুইটার

প্রতীক্ষার অবসান। আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর লড়াই। দুরন্ত ছন্দে থাকা লিভারপুলের প্রতিপক্ষ আতলেতিকো দে মাদ্রিদ। একই দিনে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে খেলবে প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি)।

Advertisement

বরুসিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে স্বস্তি ফিরল পিএসজি শিবিরে। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দলে ফিরলেন নেমার দা সিলভা স্যান্তোস (জুনিয়র)। পাঁজরে চোট পাওয়ায় শেষ চারটি ম্যাচে খেলতে পারেননি নেমার। ফলে বরুসিয়ার বিরুদ্ধে ব্রাজিল তারকার খেলা নিয়ে ধোঁয়াশা বাড়ছিল। জল্পনা আরও বাড়ে দু’দিন আগে আমিয়ার বিরুদ্ধে ৪-৪ ড্রয়ের পরে সাংবাদিক বৈঠকে পিএসজি ম্যানেজার থোমাস থুহলের মন্তব্যে। বরুসিয়ার বিরুদ্ধে নেমার দলে ফিরছেন কি না প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি। সোমবার সকালেই ছবিটা বদলে যায়। বরুসিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য পিএসজি-র ওয়েব সাইটে প্রকাশিত ২১ সদস্যের দলে নেমারের নামও রয়েছে। আমিনের বিরুদ্ধে না খেলা আর এক তারকা কিলিয়ান এমবাপেও ফিরছেন।

গত মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই ছিটকে গিয়েছিল পিএসজি। চোটের কারণে দুই পর্বেই খেলতে পারেননি নেমার। এই কারণেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পিএসজি সমর্থকেরা। নেমারের প্রত্যাবর্তনের খবরে অনেকটাই চাপমুক্ত তাঁরা।

Advertisement

বরুসিয়ারও দৌড় গত মরসুমে থেমে গিয়েছিল শেষ ষোলোতেই। রানার্স টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে গিয়েছিল তারা। এ বারের লড়াই আরও কঠিন বলে মনে করছেন বরুসিয়ার ম্যানেজার লুসিয়া ফাঁবহা। তাঁর মতে, নেমার ছাড়াও আরও অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে পিএসজিতে। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘নেমার-হীন পিএসজিও ভয়ঙ্কর। গ্রুপ পর্বের ম্যাচে নেমারকে ছাড়াই ওরা রিয়াল মাদ্রিদের মতো দলকে হারিয়েছিল।’’ তিনি যোগ করেছেন, ‘‘নেমারের দক্ষতা ও যোগ্যতা নিয়ে আমার কোনও প্রশ্ন নেই। মনে রাখতে হবে, পিএসজিতে এমবাপে, আঙ্খেল দি’মারিয়ার মতো অসাধারণ ফুটবলারেরা রয়েছে। আমি অন্তত দশ জনের নাম বলতে পারি। তবে আমরাও তৈরি।’’

বরুসিয়া বনাম পিএসজি ম্যাচে আকর্ষণের কেন্দ্রে শুধু নেমার বা জাডন স্যাঞ্চো নন, দুই ম্যানেজারের লড়াই। ফ্রান্সের লুসিয়া বরুসিয়ার দায়িত্বে। জার্মানির থোমাস এই মুহূর্তে পিএসজির ম্যানেজার।

য়ুর্গেন ক্লপ বনাম দিয়েগো সিমিয়োনের দ্বৈরথ নিয়েও উন্মাদনা তুঙ্গে ফুটবলপ্রেমীদের। প্রথম জনের আক্রমণাত্মক রণনীতিতে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছেন সাদিয়ো মানে, মহম্মদ সালাহরা। অন্য দিকে আতলেতিকো দে মাদ্রিদ ম্যানেজার সিমিয়োনের অস্ত্র রক্ষণাত্মক ফুটবল। লিভারপুলের আক্রমণের ঝড় তিনি কী ভাবে সামলান, তা নিয়েই আগ্রহ বাড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টর ফাইনালে: বরুসিয়া বনাম পিএসজি (সোনি টেন টু এসডি ও এইচডি চ্যানেলে। আতলেতিকো দে মাদ্রিদ বনাম লিভারপুল (সোনি টেন ওয়ান এসডি ও এইচডি চ্যানেলে)। সব ম্যাচ শুরু রাত ১.৩০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement