অস্ত্র: কোপা আমেরিকায় নেমারই ভরসা ব্রাজিলের। ফাইল চিত্র
দেশের মাটিতে আসন্ন কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করল ব্রাজিল। শুক্রবার সাংবাদিকদের উপস্থিতিতে ব্রাজিলের চূড়ান্ত ২৩ জনের নাম জানিয়ে দেন কোচ তিতে। প্রত্যাশা মতোই দলে রয়েছেন সদ্য চোট সারিয়ে প্যারিস সাঁ জারমাঁ-র দলে ফেরা নেমার দা সিলভা জুনিয়র। এ ছাড়াও দলে রাখা হয়েছে থিয়াগো সিলভাকে। এপ্রিলের মাঝে হাঁটুতে চোট পেয়েছিলেন থিয়াগো। তবে ব্রাজিলের ফিজিয়োর দাবি, ২৮ মে-এর মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি। দলে রাখা হয়নি ব্রাজিলের উঠতি তারকা ভিনিসিয়াস জুনিয়রকে। জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আয়াখ্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করা লুকাস মৌরাকেও। যা নিয়ে ক্ষুব্ধ ব্রাজিলের সংবাদমাধ্যমের একাংশ। ১৪ জুন থেকে শুরু হবে এ বারের কোপা আমেরিকা। গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু। তার আগে প্রস্তুতির জন্য কাতার ও হন্ডুরাসের বিরুদ্ধে খেলবে তিতের ব্রাজিল। সম্প্রতি দর্শকের সঙ্গে হাতাহাতি নিয়ে বিতর্কে জড়িয়ে তিন ম্যাচ সাসপেন্ড নেমার। তিতে বলেছেন, ‘‘নেমার ভুল করেছে। আমি ওর সঙ্গে এ ব্যাপারে মুখোমুখি কথা বলতে চাই।’’