উৎকণ্ঠা: তেরোজোপোলিসে শট মারতে গিয়ে আবার চোট নেমারের। মঙ্গলবার ব্রাজিল দলের অনুশীলনে। এএফপি
‘নাটমেগ’। ফুটবলের পরিভাষায় পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে বেরিয়ে যাওয়া। ঠিক সেটাই করেছিলেন ওয়েভার্টন গুইলহার্মে। তেরোজোপলিসে ব্রাজিল দল এখন প্রস্তুতি নিচ্ছে কোপা আমেরিকার জন্য। সেখানেই ব্রাজিলের কোচ তিতে তারকাদের সঙ্গে অনুশীলন করাচ্ছেন গুইলহার্মকেও। প্রতিশ্রুতিমান তাই ভবিষ্যতের কথা ভেবে। ঘটনাচক্রে অনুশীলনে তিনি ‘নাটমেগ’ করে ফেলেছিলেন নেমার দা সিলভা সান্টোস জুনিয়রকে। তার প্রতিক্রিয়া হল মারাত্মক। হতাশ নেমার গুইলহার্মকে জার্সি টেনে ফেলে দিলেন বিশ্রী ভাবে। দ্রুত এই ঘটনার ভিডিয়ো হয়ে গেল ভাইরাল। আরও মজার ব্যাপার, গুইলহার্মের প্রতি সামান্যতম অনুকম্পাও দেখালেন না নেমার।
বুধবার সারাদিন জল্পনাটা ছিল অন্য। অনুশীলনে একটা সাধারণ শট মারতে গিয়ে নেমার আবার চোট পাওয়ায়। চোট কিন্তু কোনও সংঘর্ষের জন্য হয়নি। হঠাৎই একটা শট মারতে গিয়ে তিনি হাঁটু চেপে ঝুঁকে পড়েন। বেরিয়ে যান মাঠ থেকে। অনেকক্ষণ তাঁকে মাঠের ধারে বিলবোর্ড ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
কোপা আমেরিকা শুরু হচ্ছে, ১৫ জুন। ব্রাজিলেই টুর্নামেন্ট। বহু বছর পেলের দেশ কোপা জেতেনি। তাই প্রচণ্ড চাপে আছে ব্রাজিল। তার উপর হঠাৎ করে নেমার চোট পাওয়ায় নতুন উৎকণ্ঠা সৃষ্টি হল। তবে চোট কতটা গুরুতর, তা ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়নি। এটা তিতের দলের পক্ষে অশনি সংকেত হলেও হতে পারে। কারণ নেমার চোট পেয়ে পরে যন্ত্রণায় ছটফট করেছেন।
সোমবারই নেমারের কাছ থেকে জাতীয় দলের নেতৃত্ব কেড়ে অধিনায়ক করা হয় প্যারিস সাঁ জারমাঁয় তাঁর (পিএসজি) সতীর্থ দানি আলভেসকে। অথচ আট মাস আগে তিতে, নেমারকে জাতীয় দলের স্থায়ী অধিনায়ক করে দেন। কিন্তু ক্লাব ফুটবলে নানা ঝামেলায় জড়ানোয় এবং তার জন্য নির্বাসন হওয়ায় নেমারকে অধিনায়ক রাখার ঝুঁকি নেয়নি ব্রাজিল ফুটবল সংস্থা। তেরোজোপোলিসে অনুশীলনে নেমার ও আলভেস অবশ্য হাল্কা মেজাজে ছিলেন। দু’জন নিজেদের মধ্যে মজাও করেন। নেতৃত্ব হারিয়ে হতাশ হয়েছেন এমন কিছু নেমারকে দেখে মনেও হয়নি। অতীতে বড় টুর্নামেন্টে চোটের জন্য বারবার সমস্যায় পড়েছেন ব্রাজিলীয় তারকা। গত মরসুমে বেশ কয়েক মাস চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। পিএসজি তাঁকে ছাড়াই খেলেছে। এখন দেখার ১৫ জুন সাও পাওলোয় বলিভিয়ার বিরুদ্ধে প্রথম খেলেন কি না।