ভারতে টেস্ট সিরিজের দলে সুযোগ পেলেন পেসার অলরাউন্ডার জিমি নিশাম। নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের পরে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি নিশাম। পিঠের ব্যথার জন্য অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু তার পরে নিউজিল্যান্ডের ঘরোয়া মরসুমে ওটাগোর হয়ে খেলেছেন। তা ছাড়া কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের হয়েও খেলেছেন।
নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লার্সেন বলেছেন, ভারত সফরের জন্য নিশামের মতো অলরাউন্ডার দরকার। ‘‘টেস্ট ক্রিকেটে ফেরার জন্য নিজের ফিটনেস নিয়ে প্রচুর খেটেছে জিমি। ডাগ ব্রেসওয়েল আর জিমির মধ্যে দু’জন পেসার-অলরাউন্ডার পেয়ে যাচ্ছি। যাতে দলের ভারসাম্য ভাল হবে। বিশেষ করে সে সব পিচে যেখানে দলে বেশি স্পিনার রাখতে হবে,’’ বলেছেন লার্সেন। দেশের হয়ে ন’টা টেস্ট খেলা নিশামের ব্যাটিং গড় ৩৮.২। বিস্ফোরক ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন অবশ্য পিঠে চোটের জন্য ভারতে আসতে পারবেন না। দক্ষিণ আফ্রিকা সফরের ষোলো জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার ম্যাট হেনরি এবং ব্যাটসম্যান জীত রাভাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দুই স্পিনার মিচেল স্যান্টনার এবং ইশ সোধির সঙ্গে টিমে আছেন আর এক স্পিনার মার্ক ক্রেগ। 'টি- টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নাগপুরের ঘূর্ণি উইকেটে এই স্যান্টনার-সোধির স্পিনের সামনেই কিন্তু ধসে গিয়েছিল ভারত। বাঁ হাতি স্যান্টনার চারটে এবং লেগস্পিনার সোধি তিন উইকেট নেন।
এ বারের ভারত সফরে অধিনায়ক কেন উইলিয়ামসনই। পেস বিভাগের দায়িত্বে রয়েছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট এবং নিল ওয়্যাগনার। ‘‘ভারত টেস্ট বিশ্বের দু’নম্বর টিম। ঘরের মাঠে ওদের রেকর্ড অবিশ্বাস্য। ভারতের মাটিতে আমরা কোনও দিন টেস্ট সিরিজ জিতিনি, যেটা আমাদের সবাইকে মোটিভেট করছে। তিনটে টেস্টে আমরা ইতিহাসের বিশেষ কিছু টুকরো সৃষ্টির চেষ্টা করব,’’ বলেছেন লার্সেন। কানপুরে প্রথম টেস্ট শুরু আগামী ২২ সেপ্টেম্বর। বাকি দুটো টেস্ট ইডেন এবং ইনদওরে।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডাগ ব্রেসওয়েল, মার্ক ক্রেগ, মার্টিন গাপ্তিল, টম লাথাম, জিমি নিশাম, হেনরি নিকোলস, লিউক রঙ্কি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, নিল ওয়্যাগনার, বিজে ওয়াটলিং।