ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। ছবি: এএফপি।
নিউজিল্যান্ড ২৬০/৭ (৫০ ওভার)
ভারত ২৪১/১০ (৪৮.৪ ওভার)
শেষরক্ষা হল না। পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে আবার হারের মুখ দেখতে হল ভারতকে। ১৯ রানে হেরে গেল ধোনি ব্রিগেড। বোল্টের বলে উমেশ যাদবের ব্যাট থেকে ছিটকে আসা বল টেলর লুফে নিতেই শেষ হয়ে গেল ভারতের লড়াই। ৪৮.৪ ওভারে ২৪১ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। সিরিজে সমতায় ফিরল নিউজিল্যান্ড। জমে গেল সিরিজের শেষ ম্যাচ।
বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ২৬০ রানে শেষ হয় কিউইদের ইনিংস। ব্যাট হাতে ওপেন করতে এসে সফল মাটিন গাপ্তিল। তাঁর ৮৪ বলে ৭২ রানের ইনিংসের সুবাদে শক্ত ভিত তৈরি করে ফেললেও পরের দিকের ব্যাটসম্যানরা সে ভাবে ভরসা দিতে পারেননি। যে কারণে ২৬০ এই শেষ হয়ে যায় নিউজিল্যান্ড। আর এক ওপেনার টম লাথাম ৩৯ রান করে যোগ্য সঙ্গত দিয়ে যান গাপ্তিলকে। ফার্স্ট ডাউনে কেন উইলিয়ামসনের ৪১ ও চার নম্বরে ব্যাট করতে এসে টেলরের ৩৫ রান ছাড়া আর কেউই ২০র ঘর পেরতে পারেননি। এর পর নিশাম (৬),ওয়াটলিং (১৪), ডেভসিচ (১১) পর পর আউট হন। ১৭ রান করে সাঁতনার ও ৯ রান করে সাউদি অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুটা ভাল করলেও সেটা ধরে রাখতে পারেনি। ওপেনার অজিঙ্ক রাহানে ৭০ বলে ৫৭ রান করে আউট হওয়ার পর বিরাট কোহালি ইনিংসের হাল ধরেন। আর এক ওপেনার রোহিত শর্মা টিকে থাকতে পারেননি ক্রিজে। মাত্র ১১ রান করেই ফেরেন তিনি। কোহালি আউট হন ৪৫এ। এদিন বড় রানের ইনিংস খেলতে পারেননি অধিনায়ক ধোনি। ১১ রানেনিশামের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ছ’নম্বরে ব্যাট করতে এসে অক্ষর পটেলের ৩৮ ছাড়া আর কেউই ভারতের ইনিংসকে ভরসা দিতে পারেননি। মনীশ পাণ্ডে (১২), কেদার যাদব (০), হার্দিক পাণ্ড্য (৯), অমিত মিশ্রা (১৪) করে ফিরে যান প্যাভেলিয়নে। এদিন বল হাতে দারুণ সফল নিউজিল্যান্ডের টিম সাউদি। রোহিত, কেদার ও পাণ্ডের উইকেট তুলে নেন তিনি। দুটো করে উইকেট নেন বোল্ট ওলিশাম। একটি করে উইকেট সাঁতনার ও সোধির।
বল হাতে এদিন উইকেট পেলেন ভারতের প্রায় সকলেই। জোড়া উইকেট অমিত মিশ্রার। একটি করে উইকেট উমেশ যাদব, ধবল কুলকার্নি, হার্দিক পাণ্ড্য ও অক্ষর পটেলের। একমাত্র আট ওভার বল করে কোনও উইকেট পাননি কেদার যাদব। যদিও শেষ পর্যন্ত ভারতের ভাল বোলিং কাজে লাগল না।
আরও খবর
বিরাটের ব্যাটিং থেকে শিখতে চান লাথাম