নামছেন নীরজ ফাইল ছবি
টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতে দেশে ফেরার পর ভেসে যান সংবর্ধনা এবং পুরস্কারের জোয়ারে। সে সব সামলে অনুশীলনেও নামেন। তার পরে এই প্রথম কোনও প্রতিযোগিতায় খেলতে নামছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ফিনল্যান্ডের পাভো নুর্মি গেমসে নীরজের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই। খেলতে হবে বিশ্বের তাবড় ক্রীড়াবিদদের বিরুদ্ধে। তবে এখানেও সোনার লক্ষ্যেই নামছেন নীরজ।
ডায়মন্ড লিগের পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা হিসাবে ধরা হয় পাভো নুর্মি গেমসে। ফিনল্যান্ডের ন’বারের অলিম্পিক্স সোনাজয়ীর নামে রাখা হয়েছে গেমসের নাম। এ বার নীরজের পাশেই লড়তে দেখা যাবে জ্যাভলিনের বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স, টোকিয়োয় রুপোজয়ী জাকুব ভাদলেচ, ২০১২ লন্ডন অলিম্পিক্সে সোনাজয়ী কেশর্ন ওয়ালকটকে। তবে নীরজের মূল প্রতিদ্বন্দ্বী, জার্মানির জোহানেস ভেট্টার প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন।
নীরজ ফিরে কতটা সফল হতে পারবেন সেটা নিয়ে অবশ্য প্রশ্ন থাকছেই। ১০ মাস প্রতিযোগিতামূলক খেলাধুলোর বাইরে তিনি। অনুশীলন শুরু করলেও প্রতিযোগিতায় নামার মতো ফিটনেস তাঁর রয়েছে কি না, সেটা বোঝা যাবে এই প্রতিযোগিতাতেই।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।