Navjot Kaur

কুস্তিতে এশিয়া সেরা ভারতের নভজ্যোৎ কউর, ব্রোঞ্জ সাক্ষীর

সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন নভজ্যোৎ। কিরঘিজস্তানের মাটিতে কুস্তিতে এশিয়া সেরা হওয়ার লড়াইয়ে জাপানের মিয়া ইমাই-কে ফাইনালে হারিয়ে সোনা জিতলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ১৩:০২
Share:

ঐতিহাসিক সোনা জয়ের পর উচ্ছ্বাসে ভাসলেন নভজোৎ। ছবি: টুইটার।

দেশবাসী মেতে হোলির রঙে। অন্য দিকে, বিশকেক-এ ভারতের গর্বের মুকুটে নতুন পালক এনে দিলেন ভারতীয় মহিলা কুস্তিগির নভজ্যোৎ কউর।

Advertisement

সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন নভজ্যোৎ। কিরঘিজস্তানের মাটিতে কুস্তিতে এশিয়া সেরা হওয়ার লড়াইয়ে জাপানের মিয়া ইমাই-কে ফাইনালে হারিয়ে সোনা জিতলেন তিনি। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে জাপানি প্রতিপক্ষকে একপেশে ৯-১ ব্যবধানে হারিয়ে দেন নভজ্যোৎ।

২৮ বছর বয়সী নভজোৎ ফাইনালে দাঁড়াতেই দেননি জাপানের মিয়া ইমাইকে। প্রথম মিনিট থেকেই পয়েন্ট ছিনিয়ে নিতে থাকেন তিনি। চলতি টুর্নামেন্টে এটাই ভারতের প্রথম সোনা জয়। জাপানি কুস্তিগির মিয়া পুরো ম্যাচ জুড়েই অনবদ্য কিছু মুভ নিলেও নভজোতের ডিফেন্সের সামনে তা ফলপ্রসূ হয়নি। নভজ্যোতের বিরুদ্ধে জাপানি কুস্তিগির অবশ্য শুরুতেই দাপট দেখানোর চেষ্টা করেছিলেন। তবে নভজ্যোৎ রক্ষণে সতর্ক ছিলেন। পাল্টা আক্রমণে তিনি এর পরে ২-০-এ এগিয়ে গিয়েছিলেন। মূলত কাউন্টার অ্যাটাকে ভর করেই মিয়াকে বোতলবন্দি করে ফেলেন এই সোনাজয়ী ভারতীয় মহিলা কুস্তিগির।

Advertisement

আরও পড়ুন: দোল উৎসব আর ফুটবলে মাতলেন ওয়ালশ

আরও পড়ুন: লা লিগা ছাড়বে না মেসি-রোনাল্ডো, মত মেনদিয়েতার

এ দিন প্রথম থেকেই একটু ডিফেন্সিভ খেলছিলেন বলেই জাপানি প্রতিপক্ষ মিয়া নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা চালাচ্ছিলেন নভজ্যোতের বিরুদ্ধে। এত লড়াই সত্ত্বেও মিয়ার প্রথম পয়েন্ট আসে ম্যাচ শেষ হওয়ার ৫০ সেকেন্ড আগে। তত ক্ষণে নভজ্যোৎ জিতে নিয়েছেন মূল্যবান ৫ পয়েন্ট। এর পরেই গেম প্ল্যান বদলান তিনি। শেষ ৩০ সেকেন্ডে আরও ৪ পয়েন্ট দখল করে ৯-১ এ ম্যাচ শেষ করেন নভজ্যোৎ। এর আগে ৬৭ কেজি বিভাগে ২০১৩-র এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপো ও ২০১৪ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছেন নভজ্যোৎ কউর।

শুধু নভজ্যোৎই নন, এই টুর্নামেন্টে ৬২ কেজি ফ্রিস্টাইল বিভাগে কাজাখস্তানের আয়াউলিম ক্যাসিমোভাকে ১০-৭ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় কুস্তিগির সাক্ষী মালিক।

অন্য দিকে আর এক মহিলা কুস্তিগির বিনেশ ফোগত ৫০ কেজি বিভাগে ফাইনালের লড়াইয়ে চিনের চুন লেই-এর কাছে ২-৩ ব্যবধানে হেরে রূপোর পদক পেয়েছেন। মহিলা কুস্তিগির সঙ্গীতা ৫৯ কেজি কোরিয়ার জিউন য়ুম-কে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

এ দিনের দুই পদক পাওয়ার পর টুর্নামেন্টে ভারতের মেয়েদের পদক সংখ্যা দাঁড়াল ছয়। একটি সোনা, এক রূপো এবং চারটি ব্রোঞ্জ জয় করেছেন ভারতীয় মহিলা কুস্তিগিরেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement