জাতীয় শ্যুটিং ফেডারেশন ও সেনাবাহিনীর মধ্যে যোগাযোগের অভাবে মাশুল গুনতে হল জিতু রাই, বিজয় কুমার-সহ দেশের প্রথম সারির ১৪ জন শ্যুটারকে। জাতীয় শিবিরে এসেও নিজেদের পকেটের টাকা খরচ করে হোটেল বিল মিটিয়ে শিবির ছাড়তে বাধ্য হলেন তাঁরা। আজারবাইজানে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি শিবির ডাকা হয়েছে ত্রিবান্দ্রামে। রিও অলিম্পিকে নামার যোগ্যতা এখনও পাননি ভারতীয় শ্যুটিংয়ের প্রতিষ্ঠিত নামেদের অনেকেই। বিশ্বকাপে নেমে যা পাওয়ার সুযোগ থাকছে। তাই প্রস্তুতি শিবিরে গুরুত্ব দিয়েছিল ফেডারেশন। কিন্তু আচমকা সেনাবাহিনী থেকে জিতু রাই, বিজয় কুমারের মতো সেনা কর্মীদের ওয়ার্ল্ড মিলিটারি গেমসের জন্য ডেকে পাঠানো হয়। এতে ক্ষিপ্ত ফেডারেশন জানিয়ে দেয়, শিবির ছেড়ে গেলে হোটেলের বিল মেটানো হবে না। তাতেই সমস্যায় পড়েন শ্যুটাররা। এ দিকে, জাতীয় শিবিরে না যোগ দেওয়ায় বাংলার জয়দীপ কর্মকার, কুহেলি গঙ্গোপাধ্যায়গের বিরুদ্ধে ফেডারেশন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে শোনা যাচ্ছে।