সিএবি-তে যখন জগমোহন ডালমিয়ার উত্তরসূরি পাওয়ার দৌড় জমে উঠছে, তখন অন্য দিকে বোর্ড মসনদ ফের দখলে নেওয়ার লড়াইয়ে নেমে পড়েছেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। বুধবার রাতে বিশেষ বিমানে তিনি পৌঁছে গিয়েছেন নাগপুর। শোনা যাচ্ছে, শরদ পওয়ারের সঙ্গে দেখা করার ইচ্ছা নিয়েই নাকি নাগপুরে উড়ে এসেছেন শ্রীনিবাসন।
বোর্ড রাজনীতিতে পওয়ার-শ্রীনি জোট দেখা যাবে কি না, তা ভবিষ্যতই বলবে। এই মুহূর্তে ছবিটা হল, ‘কামব্যাক মিশন’-এ নেমে পড়েছেন শ্রীনিবাসন। পওয়ার এই মুহূর্তে খরা কবলিত বিদর্ভ সফরে রয়েছেন। কলকাতায় ডালমিয়ার শেষকৃত্যে যোগ দিয়ে গত ২১ সেপ্টেম্বর নাগপুরে চলে এসেছিলেন পওয়ার। এখনও তিনি সেখানে। শ্রীনিবাসনের নাগপুরে উড়ে আসার পিছনে তাই একটাই কারণ দেখছে ওয়াকিবহাল মহল। পওয়ার-সাক্ষাৎ।
একই সঙ্গে বোর্ড মহলের খবর হল, আগামিকাল বেঙ্গালুরুতে তাঁর অনুগামীদের নিয়ে একটি ঘরোয়া সভা ডেকেছেন শ্রীনি। যেখানে ৮-৯টি রাজ্য সংস্থার প্রতিনিধিদের আসতে দেখা যেতে পারে। পওয়ারের সঙ্গে দেখা করে শ্রীনিবাসনের চলে আসার কথা মিটিংয়ে। শ্রীনি ঘনিষ্ঠ রাজ্য সংস্থার এক সদস্য এ দিন বলেন, ‘‘আমি ওই বৈঠকে যাচ্ছি দেখার জন্য যে কী ভাবে এ বার এগনো হবে।’’
গত কালই শোনা গিয়েছিল, পূর্বাঞ্চল থেকে অমিতাভ চৌধুরীর নাম ভেসে উঠেছে আপাতত প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে। এ দিন নাকি বোর্ড সচিব অনুরাগ ঠাকুর পূর্বাঞ্চলের বিভিন্ন ক্রিকেট কর্তার সঙ্গে কথা বলে তাঁদের মনোভাব বোঝার চেষ্টা করেছেন। প্রেসি়ডেন্ট পদের দৌড়ে আর যাঁর নাম ভেসে উঠেছিল, সেই রাজীব শুক্ল এ দিন বলেছেন, ‘‘আমি এ সব নিয়ে কী বলব? বিসিসিআই সচিব তো এই নিয়ে সভা ডাকবেন। সব কিছু সেখানেই ঠিক হবে।’’