Mushtaq Ahmed

বিশ্বকাপের ম্যাচ নিয়ে বিস্ফোরক দাবি মুস্তাকের

ভারত ম্যাচটা হেরে গিয়েছিল পাকিস্তানের নক আউট পর্বে ওঠা আটকাতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০২০ ০৫:৩৯
Share:

মুস্তাক আহমেদ

অলরাউন্ডার বেন স্টোকস নিজের বইয়ে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের রান তাড়া নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন। তাতে নতুন মাত্রা যোগ করলেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার মুস্তাক আহমেদ। তিনি জানিয়েছেন, ম্যাচটা দেখার পরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা তাঁকে বলছিলেন, ভারত ম্যাচটা হেরে গিয়েছিল পাকিস্তানের নক আউট পর্বে ওঠা আটকাতে।

Advertisement

পাকিস্তানের একটি চ্যানেলে মুস্তাক বলেছেন, ‘‘গত বছর বিশ্বকাপে আমি ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যুক্ত ছিলাম। ইংল্যান্ডের কাছে ভারতের হারের পরে জেসন হোল্ডার, ক্রিস গেল এবং আন্দ্রে রাসেল আমাকে বলেছিল, মুশি (মুস্তাক) ভারত চায়নি পাকিস্তান সেমিফাইনালে উঠুক।’’ স্টোকস তাঁর সদ্য প্রকাশিত বইয়ে যে মন্তব্য করেছিলেন, তাতে বিতর্কের ঝড় ওঠে। পরে স্টোকস স্বীকার করে নেন, ভারত ইচ্ছে করে ম্যাচটা হেরেছিল, সেটা তিনি আদৌ বলেননি। প্রসঙ্গত, প্রাক্তন পাকিস্তানি বোলার সিকন্দর বখতও সম্প্রতি টুইটারে দাবি করেছেন, স্টোকস তাঁর বইয়ে বলেছেন, ভারত চায়নি পাকিস্তান বিশ্বকাপে আর এগোক, তাই ইচ্ছাকৃত ভাবে হেরেছিল ইংল্যান্ডের কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement