এত দিন নিয়মিত দেখা যাচ্ছিল দুই গুরুকে ভিশন টোয়েন্টি টোয়েন্টির ক্লাস নিতে। বৃহস্পতিবার তাতে আবির্ভাব ঘটল আর এক গুরুর। মুথাইয়া মুরলীধরন, ভিভিএস লক্ষ্মণের সঙ্গে এ বার বাংলার ক্রিকেটারদের ফের ক্লাস নিতে নেমে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
এ দিন সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে লক্ষ্মণ-মুরলীদের মতো সৌরভকেও দেখা যায়, বাংলার ক্রিকেটারদের ক্লাস নিতে। কার কী অসুবিধে হচ্ছে, তা যেমন খোঁজ নেন, তেমনই কারও কারও টেকনিকের ত্রুটিও শুধরে দেন। লক্ষ্মণ আবার বসে পড়েন ব্যাটসম্যানদের ব্যাটিং ভিডিও নিয়ে। মুরলীকে দেখা যায়, আমির গনির মতো উঠতি স্পিনারদের নিয়ে পড়তে। গনিকে যেমন মুরলী বলেন, বল ফ্লাইট করাতে ভয় না পেতে। চলতি শিবিরে কোনও নতুন স্পিনার পাওয়া গেল? উত্তরে মুরলী বলেন, ‘‘সেটা নয়। আসলে আমার কাজ হল যারা যারা আছে তাদের উন্নতি ঘটিয়ে তাদের থেকে সেরাটা বার করে আনা।’’