সেমিফাইনালে ভারতীয় দলের তিন সদস্যকে পাচ্ছে মুম্বই শিবির। ছবি: পিটিআই।
বিজয় হজারে ট্রফির সেমিফাইনালে ভারতীয় দলের তিন সদস্যকে পাচ্ছে মুম্বই শিবির। রোহিত শর্মা, পৃথ্বী শ ও অজিঙ্ক রাহানেকে নিয়েই শেষ চারের লড়াইয়ে নামবে মুম্বই।
মুম্বই ক্রিকেট সংস্থার (এমসিএ)-র শীর্ষ নির্বাচক অজিত আগারকর সংবাদ সংস্থাকে এ কথা জানিয়েছেন সোমবার। ইতিমধ্যেই বিহারের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলেছেন রোহিত। গ্রুপ পর্যায়ে খেলেছেন পৃথ্বী ও রাহানেও। কিন্তু চোটের সমস্যায় মুম্বই পাচ্ছে না পেসার শার্দূল ঠাকুরকে।
১৮ অক্টোবর ঝাড়খণ্ডের বিরুদ্ধে নামতে হবে রোহিত, পৃথ্বীদের। কিন্তু ফাইনালে মুম্বই উঠলে রোহিতকে ছাড়াই নামতে হবে পৃথ্বীদের। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ। যেখানে প্রথম দুই ম্যাচে ভারতের সহ-অধিনায়ক ‘হিটম্যান’।
মঙ্গলবার মহারাষ্ট্রের বিরুদ্ধে আট উইকেটে জিতে শেষ চারের রাস্তা পাকা করে ফেলেছে ঈশান কিসানের দল। সোমবার প্রথমে ব্যাট করে ৪২.২ ওভারে ১৮১ রানে শেষ হয়ে যায় মহারাষ্ট্রের ইনিংস। তরুণ বাঁ হাতি স্পিনার অনুকূল রায়ের সৌজন্যে বিপক্ষকে কম রানে আটকে দিয়েছে ঝাড়খণ্ড। ৯ ওভারে ৩২ রান দিয়ে চার উইকেট নেন অনুকূল। তিন উইকেট রাহুল শুক্লর ঝুলিতে। জবাবে ৩২.২ ওভারে দুই উইকেট হারিয়ে ১২৭ রান করে ঝাড়খণ্ড। ভিজেডি পদ্ধতির সাহায্যে আট উইকেটে জেতে সৌরভ তিওয়ারিরা। অধিনায়ক ঈশান ২৮ রানে ফিরে যাওয়ার পরে ম্যাচের হাল ধরেন সৌরভ তিওয়ারি ও শশীম রাঠৌর (৫৩)। তাঁরাই জেতায় ঝাড়খণ্ডকে।
অন্য দিকে, চতুর্থ কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১৪ রানে জিতে দিল্লির মুখোমুখি হতে চলেছে হায়দরাবাদ। মঙ্গলবার বেঙ্গালুরুতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৮১ রান করে হায়দরাবাদ। জবাবে পুরো ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৬৭ রানে আটকে যায় অন্ধ্রপ্রদেশ।