উল্লাস: দিল্লিকে উড়িয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল মুম্বই। গ্যালারিতে উচ্ছ্বসিত রণবীর কপূর। ছবি: আইএসএল
মুম্বই সিটি ৪ • দিল্লি ডায়নামোজ ০
চার গোল। জোড়া লাল কার্ড। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি ডায়নামোজ এফসি-কে চূর্ণ করে দু’নম্বরে উঠে এল মুম্বই সিটি এফসি।
শুক্রবার রাতে মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে অধিনায়ক লুসিয়ান গোইয়ান ১২ মিনিটে গোল করে এগিয়ে দেন মুম্বইকে। ৪৩ মিনিটে দ্বিতীয় গোল করেন এভার্টন স্যান্টোস। আনন্দে গ্যালারিতে লাফিয়ে উঠতে দেখা যায় বলিউড তারকা রণবীর কপূরকে। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মাঠের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন মুম্বইয়ের শেহনাজ সিংহ এবং দিল্লির মাতিয়াস মিরাবাজে। রেফারি দুই মিডফিল্ডারকেই লাল কার্ড দেখিয়ে বার করে দেন। দশ জন হয়ে যাওয়ার প্রভাব অবশ্য সবচেয়ে বেশি পড়ে দিল্লি শিবিরে। কারণ, থিয়াগো স্যান্টোস, বলবন্ত সিংহ-দের জন্য শেহনাজের অভাব বুঝতেই পারেননি মুম্বইয়ের ব্রাজিলীয় কোচ আলেকজান্ডার বর্জেস গুইমারেস। ৪৯ মিনিটে থিয়াগোর গোলেই ৩-০ এগিয়ে যায় রণবীর কপূরের দল। বলবন্ত গোল করেন ৭৯ মিনিটে। এ দিনের জয়ের ফলে এফসি গোয়াকে টপকে আট ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল মুম্বই। এক নম্বরে জেজে লালপেখলুয়া-দের চেন্নাইয়িন এফসি। আর সাত ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে সবার শেষে দিল্লি।