Sports News

তেন্ডুলকরের পর ধোনি, ঘরের মাঠে রানের রেকর্ড

দ্বিতীয় ওয়ান ডে-তেই রেকর্ডে ধোনি। পিছিয়ে থাকলেন একমাত্র সচিন তেন্ডুলকরের থেকে। ১৪তম ওভারে বাউন্ডারি হাঁকিয়ে নিজের নামের পাশে ১০ রান হতেই ৪০০০ রানে পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ১৬:৪৮
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: রয়টার্স।

দ্বিতীয় ওয়ান ডে-তেই রেকর্ডে ধোনি। পিছিয়ে থাকলেন একমাত্র সচিন তেন্ডুলকরের থেকে। ১৪তম ওভারে বাউন্ডারি হাঁকিয়ে নিজের নামের পাশে ১০ রান হতেই ৪০০০ রানে পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। দেশের মাটিতে ৪০০০এ পৌঁছনো তিনি দ্বিতীয় ক্রিকেটার। তাঁর আগে রয়েছেন একমাত্র সচিন। তাঁর রান ৬৯৭৬। তিন নম্বরে ৩৪০৬ রান নিয়ে রয়েছেন রাহুল দ্রাবির। যদিও ধোনি সব থেকে বেশি রান করেছেন অ্যাওয়ে ম্যাচে। ঘরের মাঠে তাঁর রান তুলনায় কম। ১৭৫টি ওয়ান ডের মধ্যে ধোনির বিদেশের মাটিতে রান ৫১২৫। গড় ৪৬.১৭। সর্বোচ্চ রান ১০৯।

Advertisement

আরও খবর: যুবরাজের সেঞ্চুরি, লড়াই চালাচ্ছেন ধোনিও

ঘরের মাঠে ৪০০০এ পৌঁছলেন ১১০টি ম্যাচ খেলে। ঘরের মাঠে সর্বোচ্চ রান অপরাজিত ১৮৩। গড় ৫৭.৯৯। যদিও তেন্ডুলকরের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন তিনি। এই সিরিজ শুরুর আগেই অধিনায়কত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। অধিনায়কত্ব ছেড়ে চাপমুক্ত হয়ে যে তিনি ব্যাট করবেন এই আশা নিয়েই বসে ছিল সকলেই। ঠিক সেটাই হল। প্রথম ওয়ান ডে-তে রান না পেলেও দ্বিতীয় ম্যাচের প্রমাণ করে দিল এখনও বেঁচে ধোনির ব্যাট। একই ভাবে প্রমাণ হয়ে গেল ধোনি-যুবরাজ একসঙ্গে ক্রিজে থাকলে ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement