আইপিএলে ভাল খেলে দেশের হয়ে উন্নতি চান মইন আলি

বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ শেষে মইন বলছেন, ‘‘কঠোর পরিশ্রম করার পরে আত্মবিশ্বাস বেড়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০৫:১১
Share:

মইন আলি।

পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। তবুও হতাশ নন মইন আলি। দেশের জার্সিতে টেস্ট খেলতে না পারলেও আইপিএলে আরসিবি-র জার্সিতে চুটিয়ে খেলছেন। তিনি মনে করেন, আইপিএলের অভিজ্ঞতাই তাঁকে সীমিত ওভারে আরও পরিণত ক্রিকেটার করে তুলবে।

Advertisement

বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ শেষে মইন বলছেন, ‘‘কঠোর পরিশ্রম করার পরে আত্মবিশ্বাস বেড়েছে। আইপিএল আমাকে আরও পরিণত ওয়ান ডে ক্রিকেটার হতে সাহায্য করবে। আশা করি দেশের জার্সিতেও এই পারফরম্যান্সটা ধরে রাখতে পারব।’’

হায়দরাবাদের বিরুদ্ধে ৩৪ বলে ৬৫ রান করেন মইন। দু’টি চার ও ছ’টি ছক্কার সৌজন্যে এই ইনিংস গড়ে তোলেন। পাশাপাশি দু’ওভারে ২১ রান দিয়ে একটি উইকেটও তুলে নেন। তবে তিনি স্বীকার করেছেন যে, এই উন্নতির পিছনে দলের কোচ গ্যারি কার্স্টেনের অনেকটাই অবদান রয়েছে। মইন বলেছেন, ‘‘এখানে আসার পরে গ্যারি ও ট্রেন্ট উডহিলের (ব্যাটিং কোচ) থেকে অনেক পরামর্শ পেয়েছি। এখন আমি বেশ দ্রুত রান করতে পারছি। দেশের জার্সিতেও এই পারফরম্যান্সটা ধরে রাখতে পারলে সুবিধা হবে।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘এখানে আসার আগে ব্যাটিংয়ে আমি খুব একটা নজর কাড়তে পারিনি। কিন্তু দল আমার ওপর আস্থা রেখেছে।’’ মইনের প্রশংসা শোনা গিয়েছে আরসিবি অধিনায়কের মুখ থেকেও। সানরাইজার্সকে হারিয়ে বিরাট কোহালি বলেছেন, ‘‘অসাধারণ খেলছে মইন। গত তিনটি ম্যাচে ভাল বল করেছে। এ বার ব্যাট হাতেও নিজের সেরাটা দিতে শুরু করেছে।’’

Advertisement

আরসিবি-র বিরুদ্ধে হারের নেপথ্যে রয়েছে মহম্মদ সিরাজের দুরন্ত বোলিংও। এমনটাই মনে করছেন সানরাইজার্সের মিডল অর্ডার ব্যাটসম্যান মণীশ পাণ্ডে। তিনি বলেছেন, ‘‘শেষ পাঁচ ওভারে ওরা অনেক ভাল বল করেছে। প্রত্যেকটা ইয়র্কার জায়গায় রেখেছে ওরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement