ক্যামেরুন ওয়াটসন। ছবি: বেঙ্গালুরু এফসি।
আই লিগের মধ্যেই নতুন বিদেশি এল মোহনবাগানে। বেঙ্গালুরু এফসির প্রাক্তন মিড ফিল্ডারকে এ বার তুলে নিল সঞ্জয় সেনের মোহনবাগান। স্কটিশ-অস্ট্রেলিয়ান ডিফেন্সিভ মিড ফিল্ডার ক্যামেরুন ওয়াটসনকে এই আই লিগ মরসুমের জন্য চুক্তিবদ্ধ করানো হল।
দিয়োগো ফেরেরাকে ছেড়ে দিয়ে ৩০ বছরের ওয়াটসনকে দলে নিল মোহনবাগান। মরসুমের শুরুতে ফেরেরাকে দলে নিলেও তাঁকে একটিও ম্যাচ না খেলিয়েই ছেড়ে দিল মোহনবাগান। অনুশীলনেই তাঁকে মনে ধরেনি কোচ সঞ্জয় সেনের।
সোমবার ক্লাবের তরফে প্রেস রিলিজ দিয়ে ওয়াটসনের মোহনবাগানে যোগ দেওয়ার খবর জানানো হয়। ওয়াটসন এই মুহূর্তে রয়েছেন অস্ট্রেলিয়ায়। মঙ্গলবারই মেলবোর্নে ভারতে আসার ভিসার আবেদন জানাবেন। তিনি শেষ খেলেছেন ইন্দোনেশিয়ার মাদুরা ইউনাইটেড এফসিতে।
আরও পড়ুন