আই লিগে মোহনবাগানকে ফেভারিট ধরছেন না ভাইচুং ভুটিয়া। পাহাড়ি বিছে এক্ষেত্রে এগিয়ে রাখছেন ইস্টবেঙ্গলকেই। তাঁর দ্বিতীয় পছন্দ বেঙ্গালুরু এফসি। তাঁর মন্তব্য, ‘‘ইস্টবেঙ্গল এগিয়ে আবেগের জন্য। আর বেঙ্গালুরু এগিয়ে তাদের গোছানো টিমের সৌজন্যে।’’ রাজ্যে সমাজকল্যাণ সংস্থার হোমগুলোকে নিয়ে আগামী ১০ ও ১১ জানুয়ারি যে প্রথম স্পোর্টস মিট অনুষ্ঠিত হবে এ দিন তার সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ভাইচুং। সেখানেই তিনি বলেন, ‘‘এ বারের আই লিগে গোয়া থেকে একটি টিম থাকলেও পঞ্জাব ও চেন্নাই থেকে নতুন টিম আসাটা একটা ইতিবাচক ব্যাপার।’’ এ ছাড়াও ক্রিকেটে লোঢা কমিটির সুপারিশে সুপ্রিম কোর্টের রায়কেও এ দিন সমর্থন করেছেন ভাইচুং। তাঁর মত, তিন বছরের কুলিং পিরিয়ডে অনেক নতুন প্রশাসক উঠে আসবেন খেলাধূলার জগতে।