মার্কাস জোসেফ ফাইল চিত্র
ত্রিনিদাদ টোবাগোর হয়ে কনকাকাপে দারুণ গোল করেছেন কিছুদিন আগেই। এরপরই স্ট্রাইকার মার্কাস জোসেফকে দলে নেওয়ার কথা ঘোষণা করে ফেলল মহমেডান স্পোর্টিং। এক বছরের জন্য গোকুলাম কেরালা এফসি থেকে দলে এলেন তিনি। ৩৩টি ম্যাচে ২৭ টি গোল রয়েছে তাঁর। গত বছর গোকুলামকে চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মার্কাস।
বুধবার সন্ধ্যায় এই চুক্তির ব্যাপারে জানায় মহমেডান স্পোর্টিং। গত মরসুমে ভাল খেলায় অনেক দলের প্রস্তাব ছিল তাঁর কাছে। তবে তিনি মহমেডানকেই বেছে নেন। কলকাতা লিগেই তাঁকে খেলাতে চাইহেন মহমেডান কর্তারা। তবে শুধু গোল করাই নয় দলের স্বার্থে মিডফিল্ডার হিসেবেও বিভিন্ন পজিশনে খেলতে পারেন মার্কাস।
এর আগে দুই সার্বিয়ান ফুটবলার নিকালো স্টোজানোভিচ ও স্টেফান ইলিচকে সই করিয়েছে সাদা-কালো ব্রিগেড। ইলিচ খেলে ফরোওয়ার্ড হিসেবে আর নিকালো খেলেন মিডফিল্ডে।
মার্কাস জোসেফ