উল্লাস: জয়ের পর মোহনানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়ারা। —নিজস্ব চিত্র।
সিএবি-র টি টোয়েন্টি স্কুল ক্রিকেটে সেরা হল কেরানিতলা মোহনানন্দ বিদ্যামন্দির। বৃহস্পতিবার শহরের অরবিন্দ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে বিদ্যাসাগর বিদ্যাপীঠকে তারা ১৩ রানে হারায়। ২০ মার্চ শুরু হওয়া এ প্রতিযোগিতায় শহরের ৬টি স্কুলের দল যোগ দিয়েছিল।
মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে মোহনানন্দ। ২০ ওভারে ১০৯ করে তারা। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভার থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে চাপে পড়ে বিদ্যাসাগর। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ৯৬ রানে অল আউট হয়ে যায় তারা। ১৩ রানে চ্যাম্পিয়ান হয় মোহনানন্দ বিদ্যামন্দির।
ফাইনালে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয় মোহনানন্দের সুরেশ সিংহ। সুরেশ দু’টি দুর্দান্ত ক্যাচ ধরে ও একটি রান আউট করে। বল করে একটি উইকেট পায়। খেলা শেষে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক বিনয়দাস মাল, সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জীত তরুই, সন্দীপ সিংহ।