Mohammedan Sporting

মহমেডানের হাফ ডজন গোলে কোয়াসি একাই দিলেন পাঁচ

শনিবার ডুরান্ডে দারুণ ভাবে ফিরে এল মহমেডান স্পোর্টিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ২০:৩০
Share:

মহমেডানের জয়ের নায়ক কুয়াসি।

মরসুমের প্রথম জয় পেল মহমেডান স্পোর্টিং। একটা, দুটো নয়, ইন্ডিয়ান নেভিকে ছ-ছ’টা গোল দিলেন সুব্রত ভট্টাচার্যের ছেলেরা। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে হারতে হয়েছিল সাদা-কালো জার্সিধারীদের। কলকাতা লিগের প্রথম ম্যাচেও জয়ের মুখ দেখেনি মহমেডান।

Advertisement

শনিবার ডুরান্ডে দারুণ ভাবে ফিরে এল রেড রোডের ধারের ক্লাবটি। ইন্ডিয়ান নেভিকে ২-৬ হারাল সাদা-কালো জার্সিধারীরা। মহমেডানের ছ’টি গোলের মধ্যে আর্থার কোয়াসি একাই দিয়েছেন পাঁচটি গোল। অপর গোলটি মুড্ডে মুসার।

প্রথমার্ধ দেখে বোঝা যায়নি মহমেডান হাফ ডজন গোল দিতে পারে। দ্বিতীয়ার্ধে কোয়াসি অন্য অবতারে ধরা দেন। তাঁর দাপটে ম্যাচ থেকে হারিয়ে যায় ইন্ডিয়ান নেভি। তাদের হয়ে গোল করেন ব্রিটো। এই ম্যাচ জেতার ফলে সেমিফাইনালে যাওয়ার আশা এখনও রয়েছে সাদা-কালো শিবিরের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement