দেড় মাস বাইরে
ন’মাস পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেও অস্ট্রেলিয়া সফরে মাঠে নামা হচ্ছে না মহম্মদ শামির।
ফের চোট-দুর্ভাগ্য তাঁকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে দিল অন্তত এক- দেড় মাসের জন্য। মার্চে টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই যে মাঠে নামতে পারবেন, এমন নিশ্চয়তাও নেই। হ্যামস্ট্রিং চোটে সফর থেকে বাদ পড়ে দেশে ফিরতে হচ্ছে শামিকে। পরিবর্ত হিসেবে ভুবনেশ্বর কুমারকে অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় বোর্ড।
গত বিশ্বকাপের সময়ই হাঁটুতে চোট পেয়েছিলেন শামি। তার পরই তাঁকে অস্ত্রোপচারের টেবলে উঠতে হয়। সে জন্য আইপিএলে খেলা হয়নি গত বার। সেই চোটের পর সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে নেমেছিলেন শামি। ভাল বলও করছিলেন। কিন্তু ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করার আগেই হ্যামস্ট্রিং সমস্যা কাবু করল তাঁকে। দলীয় সূত্রের খবর, পারথে সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে নামার আগেই চোটটা পান শামি। ফলে শুক্রবারের ম্যাচেও বল করতে পারেননি তিনি। বোর্ডের বিজ্ঞপ্তিতে এ দিন সচিব অনুরাগ ঠাকুর জানান, ‘‘মেডিক্যাল টিম জানিয়েছে ওর বাঁ-হ্যামস্ট্রিংয়ে গ্রেড টু ইনজুরি রয়েছে। যে কারণে চার থেকে ছয় সপ্তাহ শামি খেলতে পারবে না।’’
সিরিজ থেকে শামির ছিটকে যাওয়া প্রসঙ্গে এ দিন ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ বলেন, ‘‘ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক। ওর অভাব বোধ করব। যদিও এটা আমাদের হাতে নেই। কী আর করা যাবে? যারা আছে, তাদের নিয়েই এগোতে হবে।’’
শামির চোটই আশীর্বাদ হয়ে দাঁড়াল ভূবনেশ্বরের কাছে। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়েছিলেন ভুবি। প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ ম্যাচে সাত উইকেট পান ভুবি। অস্ট্রেলিয়ার বাউন্স ও গতিতে ভরা উইকেটে তার চেয়ে ভাল পারফরম্যান্স দেখাতে পারেন কি না, সেটাই দেখার।