সাময়িক স্বস্তিতে শামি। ছবি: এএফপি
ভারতীয় পেসার মহম্মদ শামির গ্রেফতারি পরোয়ানার উপরে স্থগিতাদেশ দিল আদালত।
শামির স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছিলেন। সেই মতো হাসিনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা আদালতের কাছে শামির গ্রেফতারি পরোয়ানা অথবা সমনজারি করার আবেদন করেছিলেন। তাঁর দাবি, বিচার প্রক্রিয়া চলাকালীন শামি কোনও দিনই হাজির হননি। সেই আবেদনের প্রেক্ষিতেই শর্তসাপেক্ষ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল ভারতীয় পেসারের বিরুদ্ধে।
কিন্তু সোমবার শামির আইনজীবী সেলিম রহমান সংবাদ সংস্থাকে বলেন, ‘’দু’মাসের জন্য শামির গ্রেফতারি পরোয়ানা স্থগিত রাখা হয়েছে। শামির মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর। তার আগে বিষয়টি নিয়ে কোনও আলোচনা হবে না।’’ সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছেন ভারতীয় পেসার। মাঠে তাঁর পারফরম্যান্স ভাল হলেও মাঠের বাইরে এখনও তাঁর জীবন স্বাভাবিক হয়নি।