ছবি: টুইটার
বিদেশে ম্যাচ জেতা এখন প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারতীয় দল। সেই সঙ্গেই জনপ্রিয় হয়ে চলেছে ‘চহাল টিভি’। ভারতের যে কোনও ম্যাচে কোনও খেলোয়ার ম্যাচ জেতানো পারফরম্যান্স দিলে, তবেই তাঁকে ডাকা হয় ‘চহাল টিভি’তে ইন্টারভিউয়ের জন্য।
ম্যাচ শেষে বিসিসিআইয়ের ওয়েবসাইটে সঞ্চালক চহাল আর তাঁর ‘চহাল টিভি’তে সেই দিনের ম্যাচ জেতানো পারফর্মারের ইন্টারভিউ দেখবার জন্য অপেক্ষা করে থাকেন অনেক ক্রিকেটপ্রেমীই। এই ইন্টারভিউ থেকে বেরিয়ে আসে ভারতীয় ড্রেসিংরুমের অনেক জানা-অজানা তথ্যও। সম্প্রতি যেমন বেরিয়ে এল ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির ডাকনাম। জানা গেল সতীর্থেরা কী নামে ডাকেন শামিকে।
গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ দখল করে নেয় ভারত। ম্যাচের পর কতটা ফুরফুরে ভারতীয় ড্রেসিংরুমের আবহাওয়া, তা বোঝা যায় শামি-চহালের কথা শুনেই। চহাল শামিকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ‘লালাজি’ বলে। এও বলেন যে, প্রতি ম্যাচেই তো শামিই যা করার করে দিচ্ছে, দুটো ম্যাচ সেরার পুরস্কারও তাঁরই দখলে। উত্তরে শামি জানান যে এসবই পরিশ্রমের ফল।
তাঁদের কথাবার্তায় ধরা পড়ে ড্রেসিংরুমের আবহাওয়াও। শামি জানান যে, ভারতীয় দলের অন্দরমহলেও ছবিটা একই রকম মজার। খোলামেলা পরিবেশের ছাপই পড়ছে তাঁদের পারফরম্যান্সে, এমনই জানান তিনি।
আরও পড়ুন: কাইফের টুইট, ওটা ফিল্ডারের উইকেট
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসি-র, কবে কোন খেলা দেখে নিন