Messi

মেসির সুখ আমার হাতে নয়: কোমান

ঐক্য ফেরানোর ডাক দিলেও বার্সেলোনায় কি আদৌ সুখে রয়েছেন মেসি? বুধবার সাংবাদিক বৈঠকে ম্যানেজার রোনাল্ড কোমানকে প্রশ্ন করা হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ০৪:২০
Share:

মগ্ন: সেল্টা ভিগো ম্যাচ আজ। তার আগে প্রস্তুতিতে মেসি। টুইটার

বার্সেলোনার সঙ্গে সাম্প্রতিক যাবতীয় বিতর্কে দাড়ি টানতে চান লিয়োনেল মেসি। একই সঙ্গে তিনি ক্লাবে ঐক্য ফেরানোর ডাকও দিলেন। বৃহস্পতিবার লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ সেল্টা ভিগো। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে স্পেনের এক সংবাদপত্রে মেসি বলেছেন, ‘‘অনেক বিষয়ে মতের অমিল হলেও ব্যাপারটা এ বার শেষ করতে চাই। ঐক্যবদ্ধ হতে হবে। ক্লাবের সেরাটা কিন্তু এখনও আসেনি।’’ বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে সংঘাতের জেরে চুক্তি শেষ হওয়ার আগেই মেসি ক্লাব ছাড়তে চেয়েছিলেন। পরে সিদ্ধান্ত বদলে আরও এক মরসুম ক্যাম্প ন্যু-তে থাকার কথা ঘোষণা করেন। সেই প্রসঙ্গে মেসি বলেছেন, ‘‘যদি ভুল করে থাকি, তা হলে তার দায়ও নিচ্ছি। সবই ঘটেছে বার্সেলোনাকে আরও শক্তিশালী করে তোলার ইচ্ছা থেকে।’’ যোগ করেছেন, ‘‘ক্লাবের সদস্য ও ভক্তদের একটা বার্তা দিতে চেয়েছিলাম। যদি সেই বার্তায় কারও খারাপ কিছু মনে হয়, তা হলে বলব যে ক্লাবের ভালর জন্যই সে সব বলেছিলাম।’’

Advertisement

ঐক্য ফেরানোর ডাক দিলেও বার্সেলোনায় কি আদৌ সুখে রয়েছেন মেসি? বুধবার সাংবাদিক বৈঠকে ম্যানেজার রোনাল্ড কোমানকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, ‘‘মেসির সুখ আমার হাতে নেই। ম্যানেজার হিসেবে আমার দায়িত্ব এমন দল গড়া, যেখানে ও উজ্জ্বল হয়ে উঠবে। নিজের সেরাটা দিতে পারবে।’’ তিনি যোগ করেছেন, ‘‘সাক্ষাৎকারে মেসি ঠিক কী বলেছে, আমি জানি না। তবে অধিনায়ক দলকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেওয়া খুবই ইতিবাচক।’’ কেন একতা ফেরানোর উদ্যোগ নিয়েছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন মেসি। বলেছেন, ‘‘কিছু অর্জন করতে হলে ভালবাসা ও আকাঙ্ক্ষা দিয়ে চেষ্টা করতে হয়। এবং তার জন্য ঐক্যবদ্ধ হওয়া চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement