Messi

পাল্টাতে হবে অনেক কিছুই, হারের পরে চাবুক ক্ষুব্ধ মেসির

খেতাব হাতছাড়া হওয়ার যন্ত্রণাবিদ্ধ মেসি ম্যাচের পরেই দর্শকহীন ক্যাম্প ন্যু স্টেডিয়ামে দলের দুর্বলতা উল্লেখ করে বদলের ডাক দিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২০ ০৬:৩১
Share:

বিষণ্ণ: ফ্রি-কিকে দুরন্ত গোল করেও হার বাঁচাতে পারলেন না মেসি। ছবি: এপি

লা লিগা খেতাব তাঁদের আয়ত্তের মধ্যে থেকেও চলে গিয়েছে রিয়াল মাদ্রিদ শিবিরে। আর তাতেই রাগে, যন্ত্রণায় ছটফট করছেন বার্সেলোনার ভরসা লিয়োনেল মেসি।

Advertisement

বৃহস্পতিবার রাতে ওসাসুনার বিরুদ্ধে পিছিয়ে গিয়েও দুরন্ত ফ্রি-কিকে সমতা ফিরিয়েছিলেন এল এম টেন। কিন্তু শেষ পর্যন্ত ১-২ হারতে হয়েছে তাঁদের। রিয়াল মাদ্রিদ অন্য ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ হারিয়ে ঘরে তুলেছে এ বারের লা লিগা খেতাব।

খেতাব হাতছাড়া হওয়ার যন্ত্রণাবিদ্ধ মেসি ম্যাচের পরেই দর্শকহীন ক্যাম্প ন্যু স্টেডিয়ামে দলের দুর্বলতা উল্লেখ করে বদলের ডাক দিলেন। যে প্রতিক্রিয়ায় প্রশ্ন উঠছে, ম্যানেজার কিকে সেতিয়েন চ্যাম্পিয়ন্স লিগেও ডাগ-আউটে থাকবেন কি না? সেতিয়েন বলছেন, ‘‘এ ব্যাপারে আশাবাদী হলেও নিশ্চিত নই।’’

Advertisement

মার্চের মাঝামাঝি স্পেনে করোনা সংক্রমণের জন্য যখন লিগ বন্ধ হয়, তখন রিয়ালের চেয়ে দু’পয়েন্ট এগিয়ে ছিল বার্সা। কিন্তু ফের খেলা শুরু হতেই ছন্দপতন বার্সার। বৃহস্পতিবার ঘরের মাঠে হেরে খেতাবের স্বপ্ন চূর্ণ।

ক্ষুব্ধ মেসি বলছেন, ‘‘ওসাসুনার বিরুদ্ধে হারটাই পারফরম্যান্সের চালচিত্র বুঝিয়ে দিয়েছে।’’ যোগ করেছেন, ‘‘রিয়াল প্রতি ম্যাচ দিতে দুর্দান্ত ভাবে খেতাব ছিনিয়ে নিল। ওদের অভিনন্দন। কিন্তু এই খেতাব জিততে ওদের সাহায্য করেছি আমরাও। খেলোয়াড় থেকে শুরু করে ক্লাবের বাকি সবার আত্মসমালোচনা করার সময় এসেছে।’’ আরও বলেন, ‘‘চেষ্টা করেও ফল মিলবে না। দলের হাল এখন সেই জায়গায়।’’

দলের সমালোচনায় মুখর এল এম টেনের মন্তব্য, ‘‘এ ভাবে খেললে চ্যাম্পিয়ন্স লিগেও আশা নেই। এ কথা আগেও বলেছি। সব কিছু শুধরে নতুন করে ঝাঁপাতে হবে।’’

৮ অগস্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের ফিরতি পর্বে বার্সেলোনা খেলবে নাপোলির বিরুদ্ধে। প্রথম পর্বে ইটালিতে ম্যাচ শেষ হয়েছিল ১-১। মেসির সতর্কবার্তা, ‘‘এ ভাবে খেললে নাপোলির বিরুদ্ধেও হারতে হবে। নিজেদের সব ভুল শুধরে শূন্য থেকে শুরু করতে হবে।’’

সেতিয়েন বলছেন, ‘‘মেসির সঙ্গে কিছু বিষয়ে আমি একমত। যার মধ্যে রয়েছে আত্মসমালোচনার বিষয়টি।’’ ওসাসুনার বিপক্ষে হার নিয়ে প্রতিক্রিয়া, ‘‘১০টা কর্নার পেয়েছিলাম। সেখান থেকে একটাও গোল পাইনি।’’ যোগ করেছেন, ‘‘অনেকটা সময় পাওয়া যাবে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলি ম্যাচের আগে। আশা করি, নতুন উদ্যমেই ফিরব আমরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement