অভিনবের সোনার নজির

এর আগে জাতীয় শুটিংয়ে সব চেয়ে কম বয়সি শুটার হিসেবে সোনা জিতে চমকে দিয়েছিল অভিনব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ০৩:০৫
Share:

সফল: শুটিংয়ে সোনা জেতার পরে মেহুলি ও অভিনব। টুইটার

আবার চমকে দিল ১০ বছরের অভিনব সাউ। ‘খেলো ইন্ডিয়া’য় নেমে সব চেয়ে কম বয়সি প্রতিযোগী হিসেবে সোনা জিতে। রবিবার মেহুলি ঘোষের সঙ্গে ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে নেমে ফাইনালে ৫০১.৭ পয়েন্ট স্কোর করে সোনা জিতে নেয় অভিনব। এই প্রতিযোগিতায় এর আগে কেউ এত কম বয়সে সোনা জিততে পারেনি। মেহুলির এটি দ্বিতীয় সোনা।

Advertisement

এর আগে জাতীয় শুটিংয়ে সব চেয়ে কম বয়সি শুটার হিসেবে সোনা জিতে চমকে দিয়েছিল অভিনব। রবিবার পুণে থেকে অভিনবের বাবা রূপেশ সাউ ফোনে বললেন, ‘‘এ বার ব্যক্তিগত ইভেন্টে নামতে পারছে না অভিনব। তাই মিক্সড ডাবলসেই পদক জেতার একমাত্র সুযোগ ছিল। সেটা ও কাজে লাগিয়েছে।’’

ফাইনালে যেখানে প্রতি সিরিজে টাইম লিমিটের ব্যবস্থা আছে, সেখানে প্রথম গুলি অভিনবকেই ছুড়তে দেন মেহুলি। পরে এই অষ্টাদশী তরুণী বলেন, ‘‘আমার একটু সময় লাগে নিশানা ঠিক করতে। অভিনব আবার খুব দ্রুত গুলি ছুড়তে পারে। আমাদের হাতে এক মিনিট সময় ছিল সিরিজ শেষ করতে। তাই ওকে আগে গুলি চালাতে দিই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement