Mehidy Hasan

বাংলাদেশ ইনিংসে হারাল ওয়েস্ট ইন্ডিজকে, মেহিদির ১২ উইকেট

বাংলাদেশের জয়ের নায়ক অফস্পিনার মেহিদি হাসান। ম্যাচে ১২ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে তিনি ৫৮ রানে নিয়েছিলেন সাত উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে নেন পাঁচ উইকেট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৭
Share:

ম্যাচের সেরা মেহিদি হাসান। ছবি: এএফপি।

ওয়েস্ট ইন্ডিজকে চুরমার করে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতল সাকিব আল হাসানের বাংলাদেশ। ঢাকায় রবিবার জয় এল ইনিংস ও ১৮৪ রানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই বাংলাদেশের বৃহত্তম জয়। একইসঙ্গে এটা প্রথম ইনিংসে জয়ও। এই জয়ের সঙ্গে সঙ্গে দুই টেস্টের সিরিজ ২-০ ফলে জিতল তারা। এর আগে চট্টগ্রামে প্রথম টেস্ট ৬৪ রানে জিতেছিল বাংলাদেশ।

Advertisement

মিরপুরের শেরই বাংলা স্টেডিয়ামে ৩০ নভেম্বর শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০৮ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১১১ রান। টেস্টের ইতিহাসে এরপর প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন করায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২১৩ রানে।

বাংলাদেশের জয়ের নায়ক অফস্পিনার মেহিদি হাসান। ম্যাচে ১২ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে তিনি ৫৮ রানে নিয়েছিলেন সাত উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে নেন পাঁচ উইকেট। ২১ বছর বয়সী স্পিনারের এটা টেস্টে দ্বিতীয় ১২ উইকেট। দুই বছর আগে এই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১২ উইকেট নিয়েছিলেন তিনি। তবে তা নিয়েছিলেন ১৫৯ রানের বিনিময়ে। এই টেস্টের ১২ উইকেট এল ১১৭ রানের বিনিময়ে। টেস্টে বাংলাদেশের কোনও বোলারের এটাই সেরা সাফল্য। মেহিদি বলেছেন, "আমি সত্যিই খুশি। দীর্ঘদিন পর ম্যাচের সেরার পুরস্কার পেলাম। আমাদের বোলাররা খুব ভাল বল করেছে।"

Advertisement

আরও পড়ুন: ‘কী ভাবে আন্তর্জাতিক দল চালাতে হয়, জানতেন না গ্রেগ চ্যাপেল’​

আরও পড়ুন: ডনের শহরে টেস্টে কোহালির গড় কত জানেন?​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement