কারও পৌষ মাস, কারও সর্বনাশ!
দু’জনই লাতিন আমেরিকান ফুটবল মহাতারকা। কিন্তু গত রাতে চ্যাম্পিয়ন্স লিগে বাসের্লোনা-প্যারিস সাঁ জাঁ ম্যাচে প্রথম জন যখন জোড়া গোল করে প্রশংসার শিখরে, তখন তাঁর সঙ্গেই সম্মুখসমরে দ্বিতীয় জন শিক্ষানবিশ ফুটবলারের মতো ভুল করে ধিকৃত এবং নিন্দিত।
বার্সার উরুগুয়ান সুপারস্টার লুই সুয়ারেজ নক আউটে জোড়া গোল করে তাঁর শেষ এগারো ম্যাচে এগারো গোল করে খ্যাতির সপ্তম স্বর্গে। আর সাঁ জাঁর ধুরন্ধর ব্রাজিলীয় ডিফেন্ডার দাভিদ লুইজ ভুলের জালে জড়িয়ে গিয়েছেন সুয়ারেজের ওই জোড়া গোলের ক্ষেত্রে। দু’বারই লুইজের দু’পায়ের মধ্য দিয়ে বল নিয়ে গিয়ে গোল করেছেন সুয়ারেজ। আর তার পরেই দুনিয়া জুড়ে সমালোচনার মুখে লুইজ।
ইংল্যান্ডের প্রাক্তন কোচ গ্লেন হডল যেমন বলছেন, ‘‘দাভিদকে দেখে মনে হল আট বছরের বাচ্চা, যে ফুটবলের পাঠটাই ঠিকঠাক নেয়নি।’’ প্রথমার্ধেই সাঁ জাঁয় দেশোয়ালী সতীর্থ থিয়াগো সিলভা চোট পেয়ে বেরিয়ে যাওয়ায় মাঠে নামেন লুইজ। কিন্তু দ্বিতীয়ার্ধে একটা সময় তেরো মিনিটের মধ্যে যে ভাবে সুয়ারেজ তাঁকে বোকা বানিয়ে দু’-দু’টো গোল করে যান তা প্রশ্ন তুলে দিয়েছে ৫০ মিলিয়ন পাউন্ডে এই মরসুমেই চেলসি থেকে প্যারিসের টিমে আসা লুইজের ফিটনেস নিয়েও। লুইজকে একহাত নিয়ে হডল আরও বলেছেন, ‘‘ও তো জানত ডিফেন্সে ওই শেষ লোক। তার পরেও কোন যুক্তিতে জোড়া পায়ে ট্যাকল করতে গেল বুঝলাম না। প্রতিভাবান কিন্তু এখনও সর্বোচ্চ পর্যায়ের জন্য তৈরি নয়।’’
সুয়ারেজ-লুইজ ঘটনা নিয়ে ইউরোপীয় মিডিয়াতেও এখন ব্যঙ্গের শেষ নেই। কোথাও লুইজের দু’পায়ের মাঝে আইফেল টাওয়ারের মতো ফাঁক দেখিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে। লুইজও নিজের পারফরম্যান্সে অনুতপ্ত। ‘‘ক্লান্তির জন্যই ভুল হয়েছে। তবে এটা অজুহাত নয়।’’