ম্যাচ শেষে কেরল ও চেন্নাই ফুটবলারদের মধ্যে ঝামেলার দৃশ্য। ছবি: পিটিআই।
মোলিনার পর এ বার এক ম্যাচ নির্বাসিত মার্কো মাতেরাজ্জি। যার ফলে বুধবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে বেঞ্চে বসতে পারবেন না তিনি। গত শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করায় এই শাস্তির মুখে পড়তে হল চেন্নাই কোচকে। আইএসএল-এর পক্ষ থেকে আজ অফিশিয়ান বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘মাতেরাজ্জি নিয়ম ভেঙেছে। এআইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটির আর্টিকেল ৪৯সি-র নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের অফিশিয়ালদের প্রতি খারাপ ব্যবহার করলে শাস্তির মুখে পড়তে হবে। সেই ধারাতেই দোষী সাব্যস্ত করা হয়েছে মাতেরাজ্জিকে।’’
এই মুহূর্তে পাঁচে রয়েছে চেন্নাইয়ান এফসি। ছয় ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট এখন নয়। শেষ ম্যাচে কেরলের বিরুদ্ধে গোলশূন্য ড্র হয়েছে। মাঠেই ঝামেলায় জড়িয়েছিলেন দু’পক্ষের কারভেনস বেলফোর্ট ও ম্যানুয়েল ব্লাসি। সেখানেই জড়িয়ে পড়েন মাতেরাজ্জি। এদিন মাতেরাজ্জির বেঞ্চে না থাকাটা দলের উপর প্রভাব ফেলতে পারে। যদিও ঘরের মাঠে খেলা। এই প্রতিবন্ধকতা কাটিয়েই মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের ফিরতে মরিয়া টিম মাতেরাজ্জি।
আরও খবর
এক ম্যাচের জন্য নির্বাসিত এটিকে কোচ মোলিনা