Sports News

টি-টোয়েন্টি কেরিয়ারে ইতি টানবেন মাশরফি

শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় টি-২০ হবে তার কেরিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এমনটাই জানিয়ে দিলেন বাংলা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম টি-টোয়েন্টি টসের সময়েই সবাইকে চমকে দিয়ে মাশরাফি বললেন, ‘‘এটিই আমার কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ২০:১৮
Share:

মাশরাফি মোর্তাজা। ছবি: সংগৃহীত।

শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় টি-২০ হবে তার কেরিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এমনটাই জানিয়ে দিলেন বাংলা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

Advertisement

প্রথম টি-টোয়েন্টি টসের সময়েই সবাইকে চমকে দিয়ে মাশরাফি বললেন, ‘‘এটিই আমার কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ!’’

ফলে শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই টি-টোয়ন্টিকে বিদায় জানাচ্ছেন মাশরাফি। সিরিজে তরুণদের সুযোগ দিতেই তাঁর এই সিদ্ধান্ত। ২০০৬ সালে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মাশরাফি। সেই থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৬৬ টি-টোয়েন্টির ৫৩টিতেই খেলেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে দেশের তৃতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট।

Advertisement

আরও খবর: ‘দাদা কেমন আছ’ সৌরভকে প্রশ্ন সচিনের

মঙ্গলবারের ম্যাচ ধরলে এ নিয়ে রেকর্ড ২৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন মাশরাফি। দল সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জিতেছে তাঁর নেতৃত্বেই। শেষ ম্যাচের আগে পর্যন্ত ৯টি ম্যাচে জয়। তবে, টি-টোয়েন্টিকে বিদায় জানালেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন বাংলাদেশ অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement