সেঞ্চুরির হ্যাটট্রিক লাবুশানের

পারথের মারাত্মক গরমে গোলাপি বলের টেস্টে টস জিতে ব্যাট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন। পাকিস্তানের বিরুদ্ধে আগের টেস্টে ট্রিপল সেঞ্চুরি পাওয়া ডেভিড ওয়ার্নার এ দিন ৪৩ রান করে আউট হয়ে যান। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ০৩:৫০
Share:

অপ্রতিরোধ্য মার্নাস লাবুশানে। ছবি: পিটিআই

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দিনরাতের টেস্টে স্টিভ স্মিথ বড় রান পেলেন না। কিন্তু ইদানীং যাঁকে তাঁর ‘ছাত্র’ বলে ধরা হচ্ছে, সেই মার্নাস লাবুশানে পারথে সেঞ্চুরি করে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়াকে পৌঁছে দিলেন চার উইকেটে ২৪৮ রানে। এই নিয়ে টানা তিনটে টেস্টে সেঞ্চুরি করলেন লাবুশানে।

Advertisement

পারথের মারাত্মক গরমে গোলাপি বলের টেস্টে টস জিতে ব্যাট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন। পাকিস্তানের বিরুদ্ধে আগের টেস্টে ট্রিপল সেঞ্চুরি পাওয়া ডেভিড ওয়ার্নার এ দিন ৪৩ রান করে আউট হয়ে যান।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়ে সপ্তম ওভারে বল করছিলেন টিম সাউদি। ব্যাট করছিলেন ওপেনার রোরি বার্নস ও ডেভিড ওয়ার্নার। সাউদির একটি বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন বার্নস। কিন্তু ক্রিজের বাইরে ছিলেন তিনি। তাই সাউদি বলটি ছুড়ে মারেন বার্নসের দিকে। যা তার প্যাডে গিয়ে আঘাত করে। সাউদি কিন্তু দুঃখপ্রকাশ না করেই হাসতে হাসতে ফিরছিলেন। তাঁর কাছে ওয়ার্নার বল ছোড়ার কারণ জানতে চান। এর পরেই দু’জনে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। পরে আম্পায়ার আলিম দার ও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement