Maria Sharapova

Maria Sharapova: মা হচ্ছেন মাশা, জন্মদিনে টেনিস তারকা শারাপোভা জানিয়ে দিলেন তিনি অন্তঃসত্ত্বা

মঙ্গলবার ছিল শারাপোভার জন্মদিন। সে দিনই ইনস্টাগ্রামে নিজের মা হওয়ার কথা জানিয়েছেন পাঁচ বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই টেনিস তারকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ০৮:১৮
Share:
মারিয়া শারাপোভা

মারিয়া শারাপোভা ছবি রয়টার্স।

মা হচ্ছেন মারিয়া শারাপোভা। নিজেই এ কথা জানিয়েছেন পাঁচ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ৩৫ বছর বয়সী এই টেনিস তারকা।

Advertisement

মঙ্গলবার ছিল শারাপোভার জন্মদিন। সে দিনই ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘শুরুটা মূল্যবান। দু’জনের জন্য জন্মদিনের কেক খাওয়া সব সময়ই আমার জন্য স্পেশ্যাল।’

এই বছরের শেষে, বা ২০২৩ সালের শুরুতে সন্তানের জন্ম দেবেন শারাপোভা।

Advertisement

২০২০ সালের ফেব্রুয়ারিতে টেনিস থেকে অবসর নিয়েছিলেন শারাপোভা। সেই বছরই ডিসেম্বরে ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদানের কথা ঘোষণা করেন।

এক বার করে অস্ট্রেলিয়ান ওপেন (২০০৮), উইম্বলডন (২০০৪) এবং ইউএস ওপেন (২০০৬) জিতেছেন শারাপোভা। দু’বার ফরাসি ওপেন (২০১২, ২০১৪) জিতেছেন। রাশিয়ার তিনিই এক মাত্র মহিলা যিনি চারটি গ্র্যান্ড স্লামই জিতেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement