ইউথ অলিম্পিক্সে সোনাজয়ী মানু।
ইউথ অলিম্পিক্স শুটিংয়ে সোনা জিতলেন মানু ভাকর। এই অলিম্পিক্সে এটা ভারতের দ্বিতীয় সোনা জয়। এর আগে ভারোত্তোলনে জেরেমি লালরিননুঙ্গা সোমবার রাতে যুব অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছিলেন। তারপর মঙ্গলবার ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা এনে দিলেন মানু।
১৬ বছরের মানু ভাকর এ দিন ২৩৬.৫ শুট করে পোডিয়াম ফিনিশ করলেন। এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে হতাশ করেছিলেন মানু। এ দিন সেই হতাশা কাটিয়ে সোনা জিতে নিজেকে প্রমাণ করলেন এই শুটার। রাশিয়ার লানা এনিনা ২৩৫.৯ শুট করে রুপো জিতলেন। ব্রোঞ্জ জিতলেন নিনো খুতসিবেরিজ।
ভাকার অষ্টম মহিলাদের ফাইনাল শুরু করেছিলেন ১০এ শুট করে। এর পর ১০.১ ও ১০.৪ করে স্টেজ ওয়ানে শীর্ষে শেষ করেন। করেন মোট ৯৯.৩। দ্বিতীয় স্টেজেও শীর্ষ স্থানে ধরে রাখে ১৬ বছরের সোনা জয়ী মেয়ে।