মানসী জোশীই নজর কাড়লেন বোলিংয়ে। ছবি: এপি।
ঝুলন গোস্বামী নিলেন দুই উইকেট। পুনম যাদবও তাই। তবে, এঁরা দু'জন নন, ভারতের সফলতম বোলার হলেন মানসী জোশী।
চোট সারিয়ে দলে ফিরেই ডানহাতি পেসার মানসী নিলেন তিন উইকেট। গলে বোলারদের দাপটে প্রথম এক দিনের ম্যাচে শ্রীলঙ্কাকে নয় উইকেটে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫.১ ওভারে ৯৮ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। দুই অঙ্কের রান করেন মাত্র তিন জন। মানসী ৬.১ ওভারে ১৬ রানে নেন তিন উইকেট। ঝুলন আট ওভারে ১৩ রানে নেন উইকেট। পুনম চার ওভারে ১৩ রানে নেন দুই উইকেট।
আরও পড়ুন: লোকেশ রাহুলের শতরান, ভারত কি হার বাঁচাতে পারবে?
আরও পড়ুন: ভারত বন্ধের সমর্থনে ধর্ণায় ধোনি, ভুল খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে লক্ষ্যে পৌঁছয় ভারত (১০০-১)। বাঁ-হাতি ওপেনার স্মৃতি মানধানা অপরাজিত থাকেন ৭৩ রানে। ৭৬ বলের ইনিংসে তিনি ১১টি চার ও দু’টি ছয় মারেন। সঙ্গী ওপেনার পুনম রাউত করেন ২৪। জয়ের থেকে যখন তিন রানের দূরত্বে ভারত, আউট হন পুনম। অধিনায়ক মিতালি রাজ অপরাজিত থাকেন কোনও রান না করে।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)