উত্তর প্রদেশ রঞ্জি দলের কোচ হলেন প্রভাকর

ভারতীয় ক্রিকেটে ফিরছেন মনোজ প্রভাকর। তবে রঞ্জিতে। কোচের ভূমিকায়। ২০১০-১১তে দিল্লি রঞ্জি দলের কোচ ছিলেন প্রাক্তন এই সিমার। সম্প্রতি টি২০ বিশ্বকাপের সময় আফগানিস্তান ক্রিকেট দলের কনসালটেন্ট ছিলেন প্রভাকর। এবার ফিরছেন উত্তরপ্রদেশ দলের দায়িত্ব নিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৬ ১৫:৩৭
Share:

ভারতীয় ক্রিকেটে ফিরছেন মনোজ প্রভাকর। তবে রঞ্জিতে। কোচের ভূমিকায়। ২০১০-১১তে দিল্লি রঞ্জি দলের কোচ ছিলেন প্রাক্তন এই সিমার। সম্প্রতি টি২০ বিশ্বকাপের সময় আফগানিস্তান ক্রিকেট দলের কনসালটেন্ট ছিলেন প্রভাকর। এবার ফিরছেন উত্তরপ্রদেশ দলের দায়িত্ব নিয়ে। রঞ্জিতে উত্তরপ্রদেশের কনসালটেন্ট হিসেবে দেখা যাবে প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়ক হিথস স্ট্রিককে। এই মুহূর্তে বাংলাদেশের বোলিং কোচ তিনি। আইপিএল-এ গুজরাত লায়ন্সেরও বোলিং কোচ হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। এবার প্রভাকরের সঙ্গে যৌথভাবে কাজ করতে দেখা যাবে স্ট্রিককে।

Advertisement

মুসৌরিতে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির মিটিংয়ে শুক্রবার এই সিদ্ধান্ত হয়েছে। সংস্থা সচিব রাজীব শুক্ল বলেন, ‘‘হিথ স্ট্রিক দারুণ বোলার, একজন অতি পরিচিত আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন যখন তিনি খেলতেন। আমাদের জন্য এটা খুব সৌভাগ্যের যে তাঁর সাহায্য পাবে দল। সঙ্গে নিয়ম করে তিনি উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাকাডেমির ভবিষ্যতের পরিকল্পনাও তৈরি করবেন।’’

আরও খবর

Advertisement

বিদেশের মাটিতে রাজত্ব করেছেন যেসব ভারতীয় ক্রিকেটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement