রাজকোট যাওয়ার পথে ঋদ্ধিমান সাহা। বুধবার। -সুদীপ ঘোষ
এক দিকে দলকে জেতানোর পরীক্ষা।
অন্য দিকে অদূর ভবিষ্যতে আসন্ন বড় দায়িত্বের বড় প্রস্তুতি।
এ বারের বিজয় হাজারে ট্রফিতে তাই লক্ষ্য একটা নয়, দু-দু’টো।
মনোজ তিওয়ারিরা চান যেমন পারফরম্যান্স দেখিয়ে রঞ্জি ট্রফির শেষ আটে পৌঁছেছেন তাঁরা, তেমনই পারফরম্যান্সে ভর করে জাতীয় ওয়ান ডে খেতাবটা জিততে।
মহেন্দ্র সিংহ ধোনির এই টুর্নামেন্টে খেলার লক্ষ্যটা একেবারে অন্য রকম। বহু দিন পর ক্রিকেট মাঠে নেমে নিজেকে আসন্ন অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি করে নেওয়া।
একই কারণে এ বারের জাতীয় ওয়ান ডে-তে নামছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়না, হরভজন সিংহ, ইশান্ত শর্মা, স্টুয়ার্ট বিনি, কে এল রাহুল, বরুণ অ্যারন, উমেশ যাদবরা। ভারতের জার্সি গায়ে মাঠে প্রত্যাবর্তনের স্বপ্ন চোখে নামছেন যুবরাজ সিংহ, গৌতম গম্ভীররাও।
রাজ্য দলের সতীর্থদের ভাল করে চেনেনই না যিনি, সেই ভারত অধিনায়ক ধোনি বৃহস্পতিবার আট বছর পর ঘরোয়া ক্রিকেটে নামবেন বেঙ্গালুরুর অদূরে আলুড়ে। প্রতিপক্ষ পরভেজ রসুলের জম্মু-কাশ্মীর। দলের বাকিদের যে ঠিকমতো চেনেন না, তা জানিয়েই ঝাড়খন্ডের নেতৃত্বের দায়িত্ব নেননি তিনি। জানিয়ে দেন, কে কেমন খেলে, কোথায় খেলে, তা না জেনে ক্যাপ্টেনসি করা তাঁর পক্ষে কঠিন। তাই বরুণ অ্যারনের নেতৃত্বেই খেলতে রাজি ধোনি।
বিরাট কোহলি দিল্লি দলে থাকলেও প্রথম ম্যাচে তিনি খেলছেন না। শিখর ধবন, ইশান্ত শর্মারা খেলবেন। ধবন যে গম্ভীরের সঙ্গে ওপেন করতে নামবেন, তাও বলে দিলেন দিল্লির কোচ বিজয় দাহিয়া।
রবিচন্দ্রন অশ্বিন তামিলনাড়ুর অধিনায়ক। বৃহস্পতিবারই তিনি হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে দল নিয়ে নেমে পড়ছেন সেই অসমের বিরুদ্ধে, যাদের সঙ্গে শেষ ম্যাচ ড্র করে রঞ্জির কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলা।
সাদা থেকে রঙিন পোশাক। লাল বল থেকে সাদা। চার দিন থেকে এক দিন। বাড়তি আক্রমণাত্মক স্ট্র্যাটেজি। মাত্র দিন চারেকের ব্যবধানে নিজেদের আবার ওয়ান ডে মোডে নিয়ে যেতে হচ্ছে। ব্যাপারটা কঠিন? বাংলার ক্যাপ্টেন মনোজ তিওয়ারির দাবি, ‘‘আমাদের ছেলেরা মনে হয় এই কঠিন কাজটা করে নিতে পারবে। বেসিকটা একই। মানসিকতা, স্ট্র্যাটেজি ও ভূমিকার দিক থেকে যা একটু আলাদা। আমাদের যা পারফরম্যান্স, তাতে ভাল কিছু করাই উচিত।’’
বৃহস্পতিবার প্রথম ম্যাচে বাংলা গোয়ার বিরুদ্ধে নামলে বোঝাই যাবে, মনোজের দাবিটা ঠিক কি না। ন’দিনে পাঁচটা ওয়ান ডে ম্যাচ খেলতে হবে বাংলাকে। গোয়ার পর তাদের প্রতিপক্ষ যথাক্রমে হিমাচল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও সৌরাষ্ট্র। প্রত্যেক প্রতিপক্ষ সম্পর্কেই আলাদা আলাদা হোমওয়ার্ক করে রাখা আছে বলে জানালেন কোচ সাইরাজ বাহুতুলে। বললেন, ‘‘সব হোমওয়ার্ক ও স্ট্র্যাটেজি তৈরি। এ বার পরিস্থিতি অনুযায়ী শুধু মাঠে তা করে দেখানো বাকি।’’
বুধবার শিবিরে যোগ দিলেন ঋদ্ধিমান সাহা। তবে প্র্যাকটিসে নামতে পারেননি। দলে রয়েছেন লক্ষ্মীরতন শুক্ল। এতে যে দলটা আরও শক্তিশালী হয়ে উঠবে, তা এ দিন কলকাতা থেকে রাজকোট উড়ে যাওয়ার আগে বলে গেলেন ঋদ্ধিমান। তাঁর মতে, ‘‘রঞ্জিতে আমরা ভাল খেলেছি। জুনিয়ররাও ফর্মে আছে। ফর্ম্যাট বদলানোটা সমস্যা হবে বলে মনে হয় না। আর লক্ষ্মীর দলে থাকাটা অবশ্যই প্লাস পয়েন্ট। ও ভাল ওয়ান ডে প্লেয়ার। আশা করি ধারাবাহিকতা ধরে রাখতে পারব আমরা।’’
দুই তারকা, দুই মেজাজ। মেয়ের সঙ্গে আক্রম। হোবার্টে নিজের মূর্তির উদ্বোধনে পন্টিং। -টুইটার ও এএফপি