মর্মান্তিক: চলে গেলেন প্রাক্তন মোহনবাগান অধিনায়ক মণিতোম্বি।
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক মণিতোম্বি সিংহ। ভারতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন তিনি।
রবিবার মণিপুরের ইম্ফলের কাছে একটি গ্রামে প্রয়াত হন মণিতোম্বি।তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত মোহনবাগানে ছিলেন মণিতোম্বি। ২০০২ সালে ভিয়েতনামে এলজি কাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০৪ সালে তাঁর নেতৃত্বেই এয়ারলাইন্স গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান।
রবিবার মণিতোম্বির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ময়দানে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সকাল থেকেই খোঁজ নিতে থাকেন। মণিতোম্বির পরিবারকে সমবেদনাও জানিয়েছেন তিনি। আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও।
এ দিকে রবিবারই সেনেগালের উদ্দেশে রওনা হলেন কলকাতায় আটকে থাকা মোহনবাগানের বিদেশি পাপা বাবাকর জিয়োহারা।