ম্যান ইউ: টানা হার চার ম্যাচে

রুনিকে বসিয়ে ভরাডুবি, কোচের চাকরি যায় যায়

ফের হারল ম্যাঞ্চেস্টার ইউনাই়টেড। এই নিয়ে টানা চার ম্যাচ। প্রিমিয়ার লিগে শনিবার স্টোক সিটির কাছে ০-২ হারের পর একটা রেকর্ডও হল। এই নিয়ে টানা সাত ম্যাচে জয় অধরা রেড ডেভিলসদের।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৫ ০৩:৩৭
Share:

সতীর্থদের সঙ্গে বেঞ্চে বসে দলের বিপর্যয় দেখতে হল রুনিকে।

ফের হারল ম্যাঞ্চেস্টার ইউনাই়টেড। এই নিয়ে টানা চার ম্যাচ। প্রিমিয়ার লিগে শনিবার স্টোক সিটির কাছে ০-২ হারের পর একটা রেকর্ডও হল। এই নিয়ে টানা সাত ম্যাচে জয় অধরা রেড ডেভিলসদের। ১৯৮৯-এর পর যা প্রথম। সঙ্গে জুড়ল বিতর্কও। ম্যান ইউ তারকা ওয়েন রুনিকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখায়। যার জেরে কোচ লুইস ফান গল আরও চাপে পড়ে গেলেন। এতটাই যে ম্যাচের পর ইস্তফার ইঙ্গিতও দেন তিনি।

Advertisement

ফান গলের মাথায় হাত।

তাঁকে সরিয়ে ম্যান ইউয়ের কোচের পদে বসছেন জোসে মোরিনহো এই জল্পনা নিয়ে সাংবাদিক সম্মেলনে তুমুল হইচই করেছিলেন ফান গল ক’দিন আগেই। সাংবাদিকদের রীতিমতো তুলোধোনা করে দাবি করেছিলেন তাঁর পাশেই আছেন সমর্থকরা। ক্লাব কর্তাদের একাংশও। কিন্তু শনিবারের হারের পর সেই সমর্থন যে বড় ধাক্কা খেল সেটা এ দিন ব্রিটানিয়া স্টেডিয়ামেই কিছুটা হলেও বোঝা গিয়েছে। ম্যান ইউ সমর্থকদের ‘মোরিনহো... মোরিনহো’ চিৎকারে।

Advertisement

তার উপর রেড ডেভিলস সমর্থকদের একটা অংশ ফান গলের উপর প্রবল ক্ষুব্ধ এ দিনের ম্যাচে রুনিকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্তে। চাপটা ক্রমশ বাড়ছে সেটা বুঝতে পেরেই এ দিন হয়তো পাল্টা চাল হিসেবে তাই ডাচ কোচ নিজেই ইস্তফার ইঙ্গিতও দিয়ে রাখেন। ১৮ মাস দায়িত্ব সামলানোর পর। ফান গলকে প্রশ্ন করা হয় এই ম্যাচে হারের পরও ক্লাব কর্তারা তাঁকে বরখাস্ত করবেন না সে ব্যাপারে তিনি কতটা নিশ্চিত। জবাবে ডাচ কোচ বলেন, ‘‘সব সময় ক্লাবকেই আমায় ছাঁটাই করতে হবে তা নয়। আমি নিজেও তো সরে যেতে পারি। তবে তার আগে আমি ম্যান ইউ বোর্ড, আমার সাপোর্ট স্টাফ আর ফুটবলারদের সঙ্গে কথা বলব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement