দ্বিতীয় দিনের খেলা শুরু করার জন্য ইডেনে উপস্থিত ছিলেন কার্লসেন ও আনন্দ। ছবি— এএফপি।
ইডেনে টেস্ট দেখতে আসার অভিজ্ঞতা সুখকর হল না বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের। টেস্টের দ্বিতীয় দিনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার জন্য ইডেনে আমন্ত্রণ জানানো হয়েছিল কার্লসেন ও বিশ্বনাথন আনন্দকে।
একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে কার্লসেন বলেছেন, ‘‘আনন্দই তো ঘন্টা বাজাল। আমি বোকার মতো দাঁড়িয়েছিলাম। ম্যাচ নিয়ে এটাই আমার প্রতিক্রিয়া। ক্রিকেট সম্পর্কে আমাকে অনেক কিছু জানতে হবে।’’
ক্রিকেট সম্পর্কে কোনও ধারণাই নেই কার্লসেনের। দাবার বোর্ডই তাঁর পৃথিবী। এ হেন কার্লসেন ভারত-বাংলাদেশ টেস্ট সম্পর্কে খবরাখবর নেওয়ার জন্য প্রশ্ন করেন, ‘‘খেলা কি শেষ হয়ে গিয়েছে? নাকি এখনও চলছে?’’
আরও পড়ুন: সৌরভের কাছে এ বার নির্বাচক কমিটি বদলানোর আর্জি হরভজনের
আড়াই দিনের কম সময়ে বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত তা জানার পরে কার্লসেন যা উত্তর দেন, তাতে অনেকেই চমকে যাবেন। তিনি বলেন, ‘‘তা হলে আমাকে আর যেতে হবে না তো ইডেনে?’’
দিন-রাতের টেস্ট জমিয়ে দেওয়ার জন্য সব উপাদানই মজুদ রেখেছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথম দিন ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দিন কার্লসেন ও আনন্দের হাত ধরে শুরু হয় খেলা। তৃতীয় দিন ম্যাঞ্চেস্টার সিটি-র ডিফেন্ডার মিকা রিচার্ডস ঘণ্টা বাজান ইডেনের।
আরও পড়ুন: বোর্ড প্রেসিডেন্ট বলে সৌরভের সম্পর্কে ভাল কথা বলছে বিরাট, তীব্র কটাক্ষ গাওস্করের